scorecardresearch
 

IPL 2022: IPL-এ ফেরার বার্তা অভিমানি ক্রিস গেলের, কোন দলে খেলবেন?

'আমি আগামী বছর ফিরব। আইপিএল-এর আমাকে প্রয়োজন। আইপিএলে আমি তিনটি দল কেকেআর, আরসিবি এবং পাঞ্জাবের হয়ে ক্রিকেট খেলেছি। আমি আরসিবি ও পঞ্জাবের মধ্যে এক দলে থেকে শিরোপা জিততে চাই। আমি আরসিবিতে ভাল করেছি এবং পাঞ্জাবও ভাল দল।'

Advertisement
ক্রিস গেইল ক্রিস গেইল
হাইলাইটস
  • অভিমানি গেল
  • ফিরতে পারেন পরের মরশুমে

ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় ক্রিস গেইল, যাকে ক্রিকেট বিশ্বে ইউনিভার্সাল বস বলা হয়, এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২-এ খেলছেন না। আসলে তিনি এই মরশুম থেকে তাঁর নাম প্রত্যাহার করেছিলেন এবং তিনি মেগা নিলামে অংশ নেননি। 

ক্রিস গেইলকে আইপিএলে না খেলতে দেখে ভক্তরা খুবই হতাশ। এ নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনাও চলছিল, কিন্তু এবার সেই রহস্য থেকে পর্দা সরিয়ে দিলেন স্বয়ং  ক্রিস গেইল। চমকপ্রদ তথ্য জানালেন ক্রিস গেইল। গেইল বলেছেন, গত কয়েক মরশুমে তাঁর প্রাপ্য সম্মান পাননি। তবে আগামী মরশুমে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। 

'আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি'

ইংলিশ মিডিয়া মিররকে ক্রিস গেইল বলেন, 'গত কয়েক বছরে আইপিএলে আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি। তখন আমি ভেবেছিলাম এই খেলা এবং আইপিএলে এত কিছু করার পরও যদি আপনি প্রাপ্য সম্মান না পান তবে ঠিক আছে, আমি মেগা নিলামে আমার নাম অন্তর্ভুক্ত করব না। আমি তাতাকে ছেড়ে যাওয়ার একমাত্র কারণ ছিল। ক্রিকেটের পরেও জীবন আছে এবং আমি সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। 

আইপিএলে খেলা প্রসঙ্গে গেইল বলেন, 'আমি আগামী বছর ফিরব। তাদের আমাকে প্রয়োজন। আইপিএলে আমি তিনটি দল কেকেআর, আরসিবি এবং পাঞ্জাবের হয়ে ক্রিকেট খেলেছি।  আমি আরসিবি ও পাঞ্জাবের মধ্যে এক দলে থেকে শিরোপা জিততে চাই। আমি আরসিবিতে ভাল করেছি এবং পাঞ্জাবও ভাল দল।'' 

আরও পড়ুন: ফের গোল্ডেন ডাক বিরাট, ফিরতেই পারছেন না পুরনো ফর্মে

Advertisement

Advertisement