FIFA, AIFF: FIFA-ব্যানের মুখে ভারতীয় ফুটবল? তড়িঘড়ি খসড়া সংবিধান পাঠাল AIFF

গত মাসেই ভারতীয় ফুটবলে চলতে থাকা ডামাডোলের খবর পেয়ে ভারতে চলে আসেন ফিফা ও এএফসি প্রতিনিধিরা। তারা বলে যায়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংবিধান তৈরি করে ফেলতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে। আর তা না হলে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। আর তাই তড়িঘড়ি সংবিধান ফিফার কাছে পাঠিয়ে দিল সিওএ। তবে শুধু ফিফা নয় এই নয়া সংবিধান পাঠান হয়েছে সমস্ত রাজ্য সংস্থার কাছেও। 

Advertisement
FIFA-ব্যানের মুখে ভারতীয় ফুটবল? তড়িঘড়ি খসড়া সংবিধান পাঠাল AIFFপ্রতীকী
হাইলাইটস
  • সমস্যা কাটবে ভারতীয় ফুটবলে?
  • উদ্যোগ নিল সিওএ

ফিফার নির্বাসনের মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল। দ্রুত গড়তে হবে কমিটি। আর সেই কমিটি গঠন নিয়েই শুরু হয়েছিল নানা বিতর্ক। তবে এবার সেই সমস্ত বিতর্কের মাঝেই ফিফার কাছে খসড়া সংবিধান পাঠিয়ে দিল ভারতীয় ফুটবলের দায়িত্বে থাকা প্রশাসকদের কমিটি।

গত মাসেই ভারতীয় ফুটবলে চলতে থাকা ডামাডোলের খবর পেয়ে ভারতে চলে আসেন ফিফা ও এএফসি প্রতিনিধিরা। তারা বলে যায়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংবিধান তৈরি করে ফেলতে হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে। আর তা না হলে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। আর তাই তড়িঘড়ি সংবিধান ফিফার কাছে পাঠিয়ে দিল সিওএ। তবে শুধু ফিফা নয় এই নয়া সংবিধান পাঠান হয়েছে সমস্ত রাজ্য সংস্থার কাছেও। 

আরও পড়ুন: কলকাতা লিগে খেলবে ATK মোহনবাগান? দেবাশিসকেই সমর্থন সৃঞ্জয়ের

৬ জুলাই রাজ্য সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসেছিল সিওএ। রাজ্য সংস্থাগুলি অনেক বিষয় আপত্তি তোলে। তবে নতুন করে পাঠান সংবিধানে কী রয়েছে তা যদিও তারা জানাতে চাননি। ২১ জুলাই ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। কোর্ট থেকে সবুজ সংকেত পেলে সাত দিনের মধ্যে জেনারেল বডি মিটিং ডাকবে এআইএফএফ। সেখানেই নতুন সিংবিধান পাশ করিয়ে নিতে চাইবেন সিওএ-এর সদস্যরা। নতুন সংবিধান অনুমোদন করার পর এক মাসের মধ্যে নির্বাচন করাতে হবে। 

আরও পড়ুন: রয় কৃষ্ণ-উইলিয়ামসদের বিকল্প কে? হন্যে হয়ে খুঁজছে ATK মোহনবাগান


সমস্যা কথায়?

গত মাসে ভারতের ফুটবলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল ফিফা ও এএফসি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে ফেডারেশনের নতুন গঠনতন্ত্রের অনুমোদন নিতে হবে সাধারণ সমতির কাছ থেকে। আর এখানেই সমস্যা তৈরি হয়েছে। নতুন গঠনতন্ত্রের যে খসড়া তৈরি হয়েছে তাতে আপত্তি তুলেছে রাজ্য সংস্থাগুলি। খসড়ায় বলে হয়েছে, সভাপতি তিন বারের বেশি থাকতে পারবেন না। এই নিয়ে আপত্তি রাজ্য সংস্থাগুলির। একই ভাবে এক্সিকিউটিভ কমিটিতে কত জন থাকবে তা নিয়েও জটিলতা রয়েছে। রাজ্য সংস্থাগুলি চাইছে ১৭ বা ১৮ জন থাকুন এই কমিটিতে। আর খসড়ায় বলা হয়েছে ১২ জন থাকবে এই কমিটিতে। সমস্যা না মিটলে রাজ্য সংস্থাগুলি ফের সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারে। সে ক্ষেত্রে শুনানি হতে সময় লাগবে। আর তাতেই পেরিয়ে যেতে পারে ফিফার দেওয়া সময়সীমা।       

Advertisement

POST A COMMENT
Advertisement