বৃষ্টি বারবার ব্যাঘাত ঘটিয়েছে আইপিএল ফাইনালে (IPL 2023 Final)। রবিবার টসও করা যায়নি প্রবল বর্ষণের জন্য। ফলে সোমবার রিজার্ভ ডেতে খেলা গড়ায়। সেখানেও প্রথম ইনিংস নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই শুরু হয় বৃষ্টি। সকলে যখন এই ম্যাচ নিয়ে চিন্তায়, তখনই সুইগির পক্ষ থেকে ট্যুইট করা হয়। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
টানটান উত্তেজনার ম্যাচ শেষ হয় একেবারে শেষ বলে গিয়ে। উত্তেজক এই ম্যাচ চলাকালীনই ট্যুইট করে লেখা হয়, ‘এখনও পর্যন্ত ২৪২৩ প্যাকেট কন্ডোম বিক্রি হয়েছে সুইগি ইনস্টামার্টে। দেখে মনে হচ্ছে মাঠের ২২ জন ছাড়াও আরও খেলোয়াড় আছে।’ এই ট্যুইট ঘিরে সকলেই আলোচনা করতে থাকেন। খাদ্যদ্রব্য ডেলিভারি করা ছাড়াও সুইগি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ডেলিভারি করে থাকে। ইদানিং অনেকেই ঘরের জিনিসপত্র কেনার জন্য সুইগি বা জম্যাটোর মত সংস্থার ওপর নির্ভর করেন। তাঁরা কন্ডোমও ডেলিভারি করে। আর সেই জন্যই এমন ট্যুইট সুইগির।
আরও পড়ুন: ২৩ বছর বয়সেই ৩১ কোটি টাকার মালিক, গিলের কী কী লাক্সারি গাড়ি আছে?
১২ মিলিয়ন বিরিয়ানির অর্ডার
পাশাপাশি আইপিএল মরশুমে সবচেয়ে বেশি বিরিয়ানি অর্ডার করছেন গ্রাহকরা। সেটাও ট্যুইট করে জানিয়েছে সুইগি। ১২ মিলিয়ন বিরিয়ানি অর্ডার হয়েছে। সুইগি ইনস্টামার্ট থেকে চেন্নাই শহরে ৩৬৪১ টি দই ও প্রচুর পুজোর সামগ্রী বিক্রি হয়েছে।
সোমবার বৃষ্টির আশঙ্কাতেই টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। ২০ ওভারে ২১৫ রান তোলে গুজরাত। সাই সুদর্শন ও ঋদ্ধিমান সাহার দারুণ ব্যাটিং-এ ভর করে বড় রান করে হার্দিক পান্ডিয়ার দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার শেষ হওয়ার আগেই বৃষ্টি চলে আসে। ফলে ম্যাচ বন্ধ করতে হয়। প্রায় দেড় ঘণ্টা পরে ম্যাচ শুরু হয়। ১৫ ওভারে ১৭২ রান করতে হত চেন্নাইকে।
আরও পড়ুন: ধোনির চোখে জল, কেঁদে ফেললনে মাহি ভক্তরাও, IPL ফাইনালের VIRAL VIDEO
পাঁচ উইকেট হারালেও শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে দেন জাদেজা। এই ম্যাচের পর থেকেই সুইগির ট্যুইট ভাইরাল হচ্ছে। ভক্তরা মজা করছেন। এক ভক্ত লিখেছেন, ‘কতজন খেলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, তাঁরা নিরাপদে খেলছেন সেটাই আসল।‘ যারা সিঙ্গল তাঁদের কী হবে? এমন প্রশ্ন তুলেছেন আরও এক ভক্ত।