scorecardresearch
 

David Miller: ক্যানসার কাড়ল ছোট্ট ফ্যানকে, আবেগঘন পোস্ট শেয়ার মিলারের

রবিবার রাঁচিতে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। এই ম্যাচে নামার আগেই খারাপ খরব শুনতে হল দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারকে (David Miller)। প্রয়াত মিলারের ছোট্ট ফ্যান অ্যান। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ইনস্টাগ্রামে তাঁর ফ্যানকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন। 

Advertisement
ছোট্ট ফ্যানের সঙ্গে মিলার ছোট্ট ফ্যানের সঙ্গে মিলার
হাইলাইটস
  • ফ্যানের মৃত্যুতে ভেঙে পড়েছেন মিলার
  • বিভিন্ন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মিলার

রবিবার রাঁচিতে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। এই ম্যাচে নামার আগেই খারাপ খরব শুনতে হল দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারকে (David Miller)। প্রয়াত মিলারের ছোট্ট ফ্যান অ্যান। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ইনস্টাগ্রামে তাঁর ফ্যানকে নিয়ে আবেগঘন বার্তা শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন। 

ছোট্ট ফ্যানকে খুব ভালবাসতেন মিলার

মিলার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আমার সবচেয়ে কাছের ফ্যানকে খুব মিস করব। ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেও ওর মুখের হাসি, ইতিবাচক মানসিকতা আর লড়াই দেখে সকলেই অবাক হয়েছিল। আমাকে প্রতি মুহূর্ত বাঁচতে শিখিয়েছে তোমার এই লড়াই। আমার সৌভাগ্য যে এই ক'টা দিন আমি তোমার সঙ্গে কাটাতে পারলাম। ভীষণ ভালবাসি।'

মিলার ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওর ক্যাপশনে মিলার লিখেছেন, 'RIP আমার রকস্টার। আমি তোমায় ভালবাসি।' ভিডিওটিতে দক্ষিণ আফ্রিকার জার্সি পরে দেখা যাচ্ছে অ্যানকে। বিভিন্ন স্টিল ছবি দিয়ে বানান এই ভিডিওতে বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। একটি ছবিতে ব্যাট হাতেও দেখা যাচ্ছে অ্যানকে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dave Miller (@davidmillersa12)

Advertisement

আরও পড়ুন: 'বৌদি, দাদা কোথায়?' T20 বিশ্বকাপে সঞ্জনার কাছে বুমরার খোঁজ

দারুণ ছন্দে মিলার

এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন ডেভিড মিলার। ভারতের বিপক্ষে চলতি সফরে ব্যাট হাতে দোলা দিয়েছেন তিনি। গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেন মিলার। এরপর লখনউতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৫ রানের দারুণ ইনিংস খেলেন কিলার মিলার। তাঁর এই ইনিংসের জেরেই দক্ষিণ আফ্রিকার রান ২৪৯-এ পৌঁছে যায়।

আরও পড়ুন: 'মুসলিম হয়ে হিন্দুদের উৎসবে?' দশমীর শুভেচ্ছায় শামিকে টার্গেট, পাশে অনুরাগ

৩৩ বছর বয়সী মিলার এখনও অবধি দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৭টি ওয়ানডে এবং ১০৭টি টি-টোয়েন্টি খেলেছেন। একদিনের আন্তর্জাতিকে, মিলার ৪১.৫৪ গড়ে ৩৬১৪ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০৬৯ রান রয়েছে তাঁর। গড় ৩৩.৯১। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ২টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

আইপিএল-এও দারুণ খেলেছেন মিলার

ডেভিড মিলারের আইপিএল রেকর্ডও চমকপ্রদ। গুজরাত টাইটানসের হয়ে খেলা মিলার গত মরশুমে দারুণ ফর্মে ছিলেন। দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। আইপিএল 2022-এ, ডেভিড মিলার ১৬ ম্যাচে ৪৮১ রান করেন। গড় ৬৮.৭১ । রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে তাঁর ৬৮ রানের ইনিংস সকলেরই মনে দাগ কাটে। ফাইনাল ম্যাচে ৩২ রানের ইনিংস খেলে দলকে জেতান মিলার।  

Advertisement