David Warner Dance : খেলার মাঝেই হঠাত্‍ মাঠে নাচ ওয়ার্নারের! Video Viral

ডেভিড ওয়ার্নারের নাচের ভিডিও শেয়ার করেছে ফক্স ক্রিকেট। একইসঙ্গে বিরাট কোহলির নাচের ভিডিও দিয়েছে তারা। প্রসঙ্গত, প্রায়শই মাঠে মজা করতে দেখা যায় বিরাট কোহলিকে। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টেও এমন দৃশ্য দেখা যায়। 

Advertisement
খেলার মাঝেই হঠাত্‍ মাঠে নাচ ওয়ার্নারের! Video ViralDavid Warner Dance
হাইলাইটস
  • খোশ মেজাজে ডেভিড ওয়ার্নার
  • ফিল্ডিং করার সময় নাচলেন মাঠেই
  • নিচের ভিডিও ভাইরাল

অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে চলা রাওলপিন্ডি টেস্ট ম্যাচের শেষদিন মঙ্গলবার (Pakistan vs Australia Rawalpindi Test Match)। এই দিন মাঠে ফুরফুরে মেজাজে দেখা গেল অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। ফিল্ডিং করার সময় জমিয়ে নেচে নিলেন তিনি। ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয়। প্রায়শই তাঁর টিকটক ভিডিও বা ইনস্টাগ্রাম রিলস ভাইরাল হয়। রাওলপিন্ডিতে যখন অস্ট্রেলিয়া ফিল্ডিং করছিল, সেই সময় মাঠে গান বাজানো হচ্ছিল। ফ্যানেদের মতো গানের তালে মজে যান ওয়ার্নারও। আর সঙ্গে সঙ্গে নেচেও ওঠেন (David Warner Dance)। ফিল্ডিং চলাকালীন ওয়ার্নারের নাচ ভাল লাগে পাক সমর্থকদেরও। 

ডেভিড ওয়ার্নারের নাচের ভিডিও শেয়ার করেছে ফক্স ক্রিকেট। একইসঙ্গে বিরাট কোহলির নাচের ভিডিও দিয়েছে তারা। প্রসঙ্গত, প্রায়শই মাঠে মজা করতে দেখা যায় বিরাট কোহলিকে। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টেও এমন দৃশ্য দেখা যায়। 

এই ম্যাচে এক আলাদা মেজাজে দেখা যায় ডেভিড ওয়ার্নারকে। যে সময় তিনি ব্যাটিং করছিলেন তখনও পাকিস্তানি বোলাররা তাঁকে রাগানোর চেষ্টা করেন। ওয়ার্নারকে শ্লেজিংয়ের অভিযোগও ওঠে কয়েকজন পাক বোলারের বিরুদ্ধে। কিন্ত বারেবারেই হেসে জবাব দেন ওয়ার্নার। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fox Cricket (@foxcricket)

পাকিস্তান-অস্ট্রেলিয়ার এই ম্যাচে প্রথম থেকেই ব্যাটারদের প্রাধান্য দেখা গিয়েছে। প্রথমে ব্যাট করে ৪৭৬ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫৯ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনংসেও ভাল ব্যাটিং করে পাকিস্তান। 

আরও পড়ুনদোলের ছুটিতে কম খরচে বেড়াতে যাওয়ার প্ল্যান? বেছে নিতে পারেন এই জায়গাগুলি


 

POST A COMMENT
Advertisement