Pakistan vs South Africa T20 World Cup: ডু অর ডাই ম্যাচে পাকিস্তান হারলেই ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিতে

Pakistan vs South Africa T20 World Cup: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Pakistan vs South Africa T20 World Cup) খারাপ পারফরম্যান্সের কারণে পাকিস্তান দল বাদ পড়ার পথে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডু অর ডাই ম্যাচ রয়েছে পাকিস্তানের। আজ হারলে সেমিফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে বাবর আজমরা।

Advertisement
ডু অর ডাই ম্যাচে পাকিস্তান হারলেই ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিতেডু অর ডাই ম্যাচে পাকিস্তান হারলেই ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিতে

Pakistan vs South Africa T20 World Cup: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Pakistan vs South Africa T20 World Cup) খারাপ পারফরম্যান্সের কারণে পাকিস্তান দল বাদ পড়ার পথে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডু অর ডাই ম্যাচ রয়েছে পাকিস্তানের। আজ হারলে সেমিফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে বাবর আজমরা। অন্য দিকে সরাসরি সেমিতে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা।

যেখানে দক্ষিণ আফ্রিকা দলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হবে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে সিডনিতে শুরু হবে। এই ম্যাচটি গ্রুপ-২ এর অবস্থান অনেকাংশে পরিষ্কার করবে।


পাকিস্তান হারলে ভারতেরও পথ পরিষ্কার

পাকিস্তান দল হারলে আফ্রিকার পাশাপাশি টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠাও প্রায় নিশ্চিত হয়ে যাবে। যদিও ভারতীয় দলের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। এই মুহূর্তে ভারত ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। এমন পরিস্থিতিতে পরের ম্যাচ জিতে ভারতীয় দল সহজেই সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। কিন্তু ভারতীয় দল জিম্বাবোয়ের কাছে পরের ম্যাচে হারলেও সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

 

জানিয়ে রাখি, গ্রুপ 2-তে বাংলাদেশের এখনও ৪ পয়েন্টে রয়েছে। তার শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দল এই ম্যাচ জিতলে ৬ পয়েন্ট পাবে। এছাড়াও ভারতীয় দল পরের ম্যাচে হারে, সে ক্ষেত্রে উভয় দলের নেট রান রেট দেখা হবে। সেই পরিস্থিতিতেও ভালো নেট রান রেটের কারণে ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। যদিও এর সম্ভাবনা খুবই কম। কারণ জিম্বাবোয়ের কাছে ভারতের শেষ ম্যাচ হারা নেহাতই অঘটনের পর্যায়ে পড়বে।


পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া

বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষে রয়েছে ভারতীয় দল। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা দল, যাদের রয়েছে ৫ পয়েন্ট। চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। চার নম্বরে জিম্বাবোয়ে (৩) এবং তারপর পাকিস্তান দল (২) রয়েছে পাঁচ নম্বরে।

Advertisement


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান - দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য দল

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, মহম্মদ হ্যারিস।

রিজার্ভ: উসমান কাদির এবং শাহনওয়াজ দাহানি

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ডরিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, লুঙ্গি এনগিডি, অ্যানরিক নরকিয়া, মার্কো জানসেন, কাখিসো রাবাদা, রাইলি রুসো, তাবারেজ শামসি এবং ত্রিস্তান স্টাবস।

রিজার্ভ: বজর্ন ফরচুন, লিজাদ উইলিয়ামস এবং অ্যান্ডিল ফেলুকোয়েও

 

POST A COMMENT
Advertisement