scorecardresearch
 

East Bengal: বোর্ড মিটিং-এর আগের দিনই ইমামিকে কড়া হুঁশিয়ারি ইস্টবেঙ্গল ক্লাবের

আইএসএলে (ISL) ব্যর্থতার দায় ঘুরিয়ে বিনিয়োগকারী সংস্থা ইমামির (Emami) উপর চাপাল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। দল গঠনের বাজেট কম হওয়া নিয়েই তাদের অভিযোগ। মোহনবাগান (Mohun Bagan) আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গল পড়ে রয়েছে তিমিরেই। ব্যর্থতার একই ছবি দেখা যাচ্ছে। 

Advertisement
ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব
হাইলাইটস
  • বাজেট নিয়ে খুশি নয় ক্লাব
  • ইমামিকে বার্তা ক্লাবের

আইএসএলে (ISL) ব্যর্থতার দায় ঘুরিয়ে বিনিয়োগকারী সংস্থা ইমামির (Emami) উপর চাপাল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। দল গঠনের বাজেট কম হওয়া নিয়েই তাদের অভিযোগ। মোহনবাগান (Mohun Bagan) আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গল পড়ে রয়েছে তিমিরেই। ব্যর্থতার একই ছবি দেখা যাচ্ছে। 

কেন বার বার এই পরিস্থিতি হচ্ছে তা খুঁজে বের করতে আত্মসমীক্ষা করেছে ক্লাব। আর তাতেই নাকি খুঁজে পাওয়া গিয়েছে বাজেটের বিষয়টা। মোহনবাগানের সঙ্গে তাদের দলগঠনে ২০ কোটি টাকার ফারাক রয়েছে বলেই মত কর্তাদের। আর সেটাই পার্থক্য গড়ে দিচ্ছে। ব্যর্থতার দায় বিনিয়োগকারী সংস্থা ‘ইমামি’র উপর চাপিয়েছেন ক্লাব কর্তারা। প্রেস বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, 'আইএসএলে যারা ট্রফি জেতার লড়াইয়ে থাকে তারা ৪৫ থেকে ৬০ কোটি টাকার দল তৈরি করে। কিন্তু ইমামি ১৮ থেকে ২০ কোটি টাকার দল তৈরি করছে। দলগঠনে এই ২০ কোটি টাকার পার্থক্যটাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা দলগুলির সঙ্গে তাদের তফাত গড়ে দিচ্ছে। যারা টাকার ঝুলি নিয়ে নামছে তারাই চ্যাম্পিয়ন হচ্ছে।' এমনটাই দাবি ক্লাবের। বাজেট কম থাকায় ফুটবলারদের মানেও পার্থক্য হচ্ছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন: বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং, কী কী বিষয় আলোচনা হতে পারে?

গত বছর আইএসএলের আগে শেষ মুহূর্তে ইমামির সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। ফলে খুবই কম সময়ে দল গড়তে হয়েছে। এমনটাই বারে বারে জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। তাঁরা জানিয়েছেন, ইমামির সঙ্গে সংযুক্তির পরে সময় কম থাকায় ভাল দল তৈরি করতে পারেননি তাঁরা। কিন্তু পরবর্তী কালে অর্থাৎ জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যখন ভালো ফুটবলার সই করানোর সুযোগ ছিল তখন তা কেন কাজে লাগায়নি ইমামি? এই পরিস্থিতিতে আগামী ২৩ মার্চ, বৃহস্পতিবার ইমামির সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

Advertisement

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকার মতো দল তৈরি করতে হবে। যদি ইমামি তাদের সেই দাবি না মেনে নেয়, তা হলে অন্য পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইস্টবেঙ্গল। 
বিবৃতিতে আইএসএলের নিয়মকেও কটাক্ষ করেছে ইস্টবেঙ্গল। তাদের অভিযোগ, আইপিএলের মতো ড্রাফটিং বা ক্যাপিং পদ্ধতি আইএসএলে নেই। আইপিএলের মতো ৩ বছর অন্তর নিলামও হয় না। তার ফলে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গলকে। সেই নিয়ম বদলেরও দাবি জানিয়েছে লাল-হলুদ।

আরও পড়ুন: ISL জিতেই গার্লফ্রেন্ডকে প্রপোজ প্রীতমের, বিয়ে কবে?

দুই বছরের মধ্যেই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে দেখাবে ইস্টবেঙ্গল ক্লাব। এমনটাই দাবি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। গত তিন বছরে বারেবারে হতাশাই সঙ্গী হয়েছে ইস্টবেঙ্গলের। এই মরশুমে নয় নম্বরে নিজেদের আইএসএল অভিযান শেষ করেছে। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ক্লাব। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন কর্তা পল্টু দাসের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান ছিল। সেখানেই এই দাবি করেন দেবব্রত সরকার।    

Advertisement