scorecardresearch
 

East Bengal Coach: ইস্টবেঙ্গলে লোবেরা 'আউট'? সম্ভাব্য কোচের দৌড়ে ২ বিদেশি

সের্জিও লোবেরা (Sergio Lobera) কি আসছেন ইস্টবেঙ্গলে (East Bengal) কোচিং করাতে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বুধবার পর্যন্ত চিনের ক্লাবের থেকে নো অবজেকশন সার্টিফিকেট এখনও এসে পৌঁছায়নি। ফলে বিকল্পের সন্ধান করছেন ইস্টবেঙ্গল কর্তারা। বিকল্প কোচ হিসেবে উঠে আসছে কার্লোস কুয়াদ্রাট (Carles Cuadrat) ও আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম। লোবেরা অনিশ্চিত হয়ে পড়ায় চক্রান্তের অভিযোগ করছেন ইস্টবেঙ্গল কর্তারা। 

Advertisement
কার্লোস কুয়াদ্রাট ও লোবেরা কার্লোস কুয়াদ্রাট ও লোবেরা
হাইলাইটস
  • লোবেরা আসছেন ইস্টবেঙ্গলে?
  • তিনি না এলে বিকল্প কে?

সের্জিও লোবেরা (Sergio Lobera) কি আসছেন ইস্টবেঙ্গলে (East Bengal) কোচিং করাতে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বুধবার পর্যন্ত চিনের ক্লাবের থেকে নো অবজেকশন সার্টিফিকেট এখনও এসে পৌঁছায়নি। ফলে বিকল্পের সন্ধান করছেন ইস্টবেঙ্গল কর্তারা। বিকল্প কোচ হিসেবে উঠে আসছে কার্লোস কুয়াদ্রাট (Carles Cuadrat) ও আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নাম। লোবেরা অনিশ্চিত হয়ে পড়ায় চক্রান্তের অভিযোগ করছেন ইস্টবেঙ্গল কর্তারা। 

লোবেরার সই নিয়ে নাটক

হাবাসকে প্রথম থেকেই পছন্দ ছিল ইমামি কর্তাদের। প্রথমদিকে কোচ হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন হেডকোচ। তবে এর মধ্যে লোবেরাকে পছন্দ বলে ঘোষণা করে ইস্টবেঙ্গল। তাঁকে মৌখিক ভাবে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার ব্যাপারে রাজিও করে ফেলেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে চিনের ক্লাব সিনচুয়ান জিউনিউ এনওসি না দেওয়ায় জটিলতা শুরু হয়। কথা ছিল, পয়লা বৈশাখের দিন ক্লাব কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করবে। তবে তা হয়নি চুক্তি সই না হওয়ায়। লোবেরা না আসায়, চক্রান্তের অভিযোগ করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে কারা এর পেছনে রয়েছেন তা প্রকাশ করেননি তাঁরা। 

লোবেরার আসা নিয়ে সমস্যা

সিচুয়ান ক্লাব আসলে সিটি গ্রুপের অংশ। আবার মুম্বই সিটি এফসি-ও সিটি গ্রুপের মধ্যে পড়ে। তবে কি ঘুরিয়ে মুম্বই সিটি এফসি-কে দায়ি করছেন কর্তারা? নাকি, ক্লাব বা ইনভেস্টরদের মধ্যেই কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা তা এখনও জানা যায়নি। প্রথম দিকে, লোবেরার নিয়োগ নিয়ে জটিলতা ছিল। সেই নিয়েই কি ফের দ্বন্দ্ব শুরু হল, ইস্টবেঙ্গল ও ইমামির? পয়লা বৈশাখ বারপুজোর পর লোবেরার ইস্টবেঙ্গলে আসা নিয়ে প্রশ্ন করা হলে, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, 'ওঁরা (ইমামি) আমাকে জানিয়েছিল, দিন পনেরোর মধ্যে কোচ চূড়ান্ত হয়ে যাবে। তাই আমি জানিয়েছিলাম। ওঁরা যদি বলেন ২০ দিন লাগবে তবে আমি তাই বলব। যতক্ষণ কোচের সই না হচ্ছে, ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না।'

Advertisement

কোচ হচ্ছেন কে?

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার লড়াইয়ে এবার সামনের সারিতে চলে এলেন, হাবাস ও কুয়াদ্রাট। তবে সে ক্ষেত্রে কুয়াদ্রাটের সম্ভাবনা সবচেয়ে বেশি। কোচ সই না হওয়ায়, এখনও কোনও ফুটবলারকে সই করাতে পারছে না ইস্টবেঙ্গল। ফলে আবারও সমস্যায় পড়তে হচ্ছে তাদের। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা বলেন, 'এখন যা পরিস্থিতি তাতে ভালো মানের ভারতীয় ফুটবলার ট্রান্সফার ফি দিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। তাই কোচ যাদের বলবেন তাদের সঙ্গেই কথা বলব আমরা। কোচ ঠিক না হওয়ায়, সেটাও করা যাচ্ছে না।'        

Advertisement