অবশেষে ডার্বি (Kolkata Derby) জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। যদিও মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে নয়, মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting) হারিয়ে আসন্ন সুপার কাপের (Super Cup) প্রস্তুতি শুরু করল লাল-হলুদ ব্রিগেড। কিছুদিন আগেই ডেভোলপমেন্ট লিগে লাল-হলুদের ছোটরা হারিয়েছিল মহামেডানকে। আর এ বার সাদা -কালো শিবিরকে ৪-৩ গোলে হারাল ইস্টবেঙ্গলের সিনিয়র দল ।
লাল-হলুদের গোলদাতা জেক জার্ভিস, লালচুংনুঙ্গা, হিমাংশু জাংড়া এবং ক্লেটন সিলভা। মহামেডানের গোলদাতা দাউদা এবং ওয়েন ভাজ। তাদের একটি গোল আত্মঘাতী। রবিবার চেন্নাইয়ান এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলে কেরল রওনা হবে ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১৪ মিনিটে জেক জার্ভিসের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও পাল্টা আক্রমণে খেলায় ফিরে আসে সাদা-কালো ব্রিগেড। গোল খাওয়ার ৩ মিনিটের মধ্যে মহামেডানকে সমতায় ফেরান দাউদা। এরপর ম্যাচের ২৪ মিনিটে রাকিপের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। হাড্ডাহাড্ডি এই প্রস্তুতি ম্যাচের ৩২ মিনিটে লালচুংনুঙ্গার গোলে খেলায় ফেরে লাল-হলুদ ব্রিগেড। তবে প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় কর্ণার থেকে ওয়েন ভাজের গোলে এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধের ম্যাচের ফলাফল থাকে ৩-২।
আরও পড়ুন: হামিল না স্লাভকো? কোন ডিফেন্ডারকে ছাঁটতে পারে মোহনবাগান
দ্বিতীয়ার্ধে দু'দল আক্রমণের পাশাপাশি রক্ষন-এও নজর দেয়। ম্যাচের ৭৫ মিনিটে হিমাংশুর গোলে ৩-৩ করে ইস্টবেঙ্গল। এরপর ম্যাচের ৮৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন লাল হলুদ দলের প্রধান অস্ত্র ক্লেইটন সিলভা।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে আসতে পারেন বলিউড সুপারস্টার সলমন
গোটা মরশুম অসাধারণ ফুটবল খেলায় ক্লেইটনের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। চুক্তি থাকলেও পরের মরশুমে ইভান গঞ্জালেজ থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। পরের মরশুমে আর দায়িত্বে থাকছেন না স্টিফেন কনস্ট্যানটাইন। তাঁর জায়গায় কে দায়িত্বে আসবেন তা নিয়েও নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, সের্জিও লোবেরা এই দায়িত্বে আসতে পারেন।