এই বছরেই ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ইমামি (Emami Group)। তবে মরশুমের মাঝপথেই ফের আশঙ্কার মেঘ লাল-হলুদে। গত দুই বছরের মতোই এই মরশুমেও ভাল পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল। গত দুইবারের মতো লিগ টেবিলের শেষে না থাকলেও, প্লে অফে নিজেদের জায়গা করে নিতে পারছে না স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) দল। ফলে দলের খেলায় ক্ষোভ বেড়েছে সমর্থক ও ক্লাব কর্তাদের।
কী নিয়ে সমস্যা?
পরের মরশুমের বাজেট নিয়েই সমস্যা শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, নতুন করে বাজেট খুব বেশি বাড়াতে চাইছে না ইমামি। তাঁরা সে কথা বুঝিয়েও দিয়েছে। বাজেট না বাড়ালে দল গড়তে সমস্যা আরও বাড়বে। ভাল ফুটবলার পেতে আরও বেশি টাকা খরচ করতে হবে। মুম্বই সিটি এফসি (Mumbai City FC), এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মত দলে এক ঝাঁক তারকা ফুটবলার। স্বদেশীদের পাশপাশি বিদেশি ফুটবলাররাও ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করে চলেছেন। তবে দল গঠনের বাজেট না বাড়ালে নামী ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে লাল-হলুদ ক্লাবকে। গত কয়েক বছর ধরেই এক সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। পরের মরশুমে ঘুরে দাঁড়াতে তাই বেশি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন: হায়দরাবাদের বিরুদ্ধে হার, প্লে অফের রাস্তা আরও কঠিন করল মোহনাগান
যদিও ইমামি সূত্রের খবর, তাঁরা বাজেট খুব বেশি না বাড়ালেও, এই মরশুমের তুলনায় পরের মরশুমে বাজেট বাড়ান হবে। তবে তা অবশ্যই মুম্বই সিটি এফসি বা হায়দরাবাদের এফসি-র মতো হবে না। পরের মরশুমে ভাল ফুটবলার সই করানোর পাশাপাশি একাধিক পরিকল্পনাও করা হতে পারে।
আরও পড়ুন: 'দল ভাল খেললেই খুশি', ডার্বিতে জেতার আশা করছে না মোহনবাগান!
কোচ থাকছেন স্টিফেন?
এবারের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর, সুপার কাপ খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই পর্যন্ত দলের কোচ হিসেবে বহাল থাকছেন স্টিফেনই। পরের মরশুমে তিনি কোচ থাকবেন কি না সেটা সময় বলবে। তবে ইস্টবেঙ্গলের ফর্মের যা অবস্থা তাতে তাঁকে নাও রাখা হতে পারে।
গত কয়েক বছরে বারবার ইনভেস্টর বদল হয়েছে ইস্টবেঙ্গলে। কখনও কোয়েস, আবার কখনও শ্রী সিমেন্ট। বছর ঘুরতে না ঘুরতেই সংঘাত হয়েছে ক্লাব কর্তাদের সঙ্গে। ফলে চলে গিয়েছেন তাঁরা। তবে কি এবার ইমামির সঙ্গেও একই পথে হাঁটতে চলেছে ইস্টবেঙ্গল? এখনই তা বলার সময় আসেনি। তবে কর্তারা চেষ্টা করবেন যাতে বাজেট বাড়ায় ইমামি। তবে এখনই এটা বলে দেওয়া যায়, মরশুম শেষে ফের অনেক নাটক অপেক্ষা করছে ইস্টবেঙ্গলে।