scorecardresearch
 

East Bengal Transfer News: আবার ইস্টবেঙ্গলে বিজয়ন, কোন দায়িত্বে?

ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরলেন বিজয়ন। যদিও আইএম বিজয়ন (IM Vijayan) নন, তাঁর ছেলে এবার যোগ দিলেন লাল-হলুদে। ফুটবলার হিসেবে নয়, ইস্টবেঙ্গলের নতুন হেড অফ পারফর্মেন্স ও অ্যানালিস্ট পদে নিযুক্ত হলেন আরোমল বিজয়ন (Aromal Vijayan)। 

Advertisement
বিজয়ন ও ইস্টবেঙ্গল বিজয়ন ও ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • পারফরম্যান্স অ্যানালিসিস্ট পদে বিজয়নের ছেলের
  • ইস্টবেঙ্গলে যোগ দিলেন আরোমল বিজয়ন

ইস্টবেঙ্গলে (East Bengal) ফিরলেন বিজয়ন। যদিও আইএম বিজয়ন (IM Vijayan) নন, তাঁর ছেলে এবার যোগ দিলেন লাল-হলুদে। ফুটবলার হিসেবে নয়, ইস্টবেঙ্গলের নতুন হেড অফ পারফর্মেন্স ও অ্যানালিস্ট পদে নিযুক্ত হলেন আরোমল বিজয়ন (Aromal Vijayan)। 


কলকাতা ময়াদনে একটা সময় দাপিয়ে খেলেছেন কেরলের ফরোয়ার্ড আইএম বিজয়ন। আর এবার তাঁর ছেলে যোগ দিলেন লাল-হলুদ ক্লাবে। ২০২৩-২৪ মরশুমের আইএসএল (ISL) শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। তবে ফ্র্যাঞ্চাইজি দলগুলির কর্তারা বসে নেই। কিছু দক্ষ ফুটবলারদের দলে নেওয়ার পাশাপাশি চলছে কোচ, পারফরম্যান্স অ্যানালিসিস্ট ইত্যাদি পদের জন্যও ব্যক্তিদের দলে নেওয়ার কাজ। এবার দলবদলের বাজারে সেরা চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, হেড অফ পারফরম্যান্স ও অ্যানালেসিস্ট হিসেবে লাল-হলুদে যোগ দিতে চলেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী প্রাক্তন জাতীয় ফুটবল আইএম বিজয়নের পুত্র আরামোল বিজয়ন। 

আরও পড়ুন: কাউকো খেলতে পারবেন? বিকল্প প্লেয়ারের খোঁজে মোহনবাগান?


সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই খবর। তবে ইমামি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজে এখনও খবর ঘোষণা করা হয়নি। বিজয়নপুত্রকে দলের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়ে ইমামি কর্তারা নতুন চমক দিলেন ভারতীয় ফুটবলে।

আরোমল বিজয়ন
আরোমল বিজয়ন

এর আগে আই লিগ জয়ী গোকুলাম কেরালার ফুটবল অ্যানালিস্টের দায়িত্ব সামলেছেন আরোমল। বাবার মতো ফুটবলার হতে না পারলেও ফুটবল সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করছেন বিজয়নপুত্র। এর পাশাপাশি বিশেষ সূত্রের খবর, লাল-হলুদ ব্রিগেদের দুই পুরনো সৈনিক নাওরেম মহেশ ও জেরিকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। তবে অনিরুদ্ধ থাপাকে পেল না লাল-হলুদ। চেন্নাইয়ান এফসির এই মিডিওকে দলে নিয়ে নিয়েছে মুম্বই।

Advertisement

আরও পড়ুন: প্রায় আড়াই কোটি টাকা খরচ! অস্ট্রেলিয়ার তারকা ডিফেন্ডারকে তুলছে ইস্টবেঙ্গল?


আরও শোনা যাচ্ছে, ডাচ ফুটবলার আল খায়াতিকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। এবার চেন্নাইয়েন তাঁকে ছেড়ে দিলে সুবিধা হতে পারে ইস্টবেঙ্গলের। ৩ কোটি ২০ লক্ষ টাকায় চেন্নাইয়েনে সই করেছিলেন তিনি। ১ বছর শেষ হওয়ার পর আর তাঁর সঙ্গে চুক্তি নবীকরণের পথে হাঁটেননি চেন্নাইয়েন কর্তারা। ফলে তাঁকে নেওয়া হলে সুবিধা হবে ইস্টবেঙ্গলের।

Advertisement