scorecardresearch
 

East Bengal Transfer News: কেরলের আরেক ফুটবলারকেও টার্গেট ইস্টবেঙ্গলের, কাকে চাইছে লাল-হলুদ?

আবারও ট্রান্সফার মার্কেটে ঝড় তুলতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) থেকে রাহুল কেপিকে (Rahul KP) সই করাতে ঝাঁপাল লাল-হলুদ। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে একাধিক নামী ভারতীয় ফুটবলার দল বদল করেছেন। শোনা যাচ্ছিল রাহুল কেপির কাছেও একাধিক ক্লাবের অফার রয়েছে। তবে তিনি ক্লাব ছাড়বেন কি না সেটাই এখন প্রশ্ন। কেরালা ব্লাস্টার্স এফসিতেও থেকে যেতে পারেন রাহুল।

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল

আবারও ট্রান্সফার মার্কেটে ঝড় তুলতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) থেকে রাহুল কেপিকে (Rahul KP) সই করাতে ঝাঁপাল লাল-হলুদ। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে একাধিক নামী ভারতীয় ফুটবলার দল বদল করেছেন। শোনা যাচ্ছিল রাহুল কেপির কাছেও একাধিক ক্লাবের অফার রয়েছে। তবে তিনি ক্লাব ছাড়বেন কি না সেটাই এখন প্রশ্ন। কেরালা ব্লাস্টার্স এফসিতেও থেকে যেতে পারেন রাহুল।

   
তবে রাহুলকে সই করাতে হলে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে লাল-হলুদকে। কারণ কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তাঁর ২০২৫ অবধি চুক্তি রয়েছে। সেই টাকা দিয়ে রাহুলকে ইস্টবেঙ্গল সই করায় কিনা সেটাই এখন দেখার। তবে দিমিত্রিয়াস ডিয়ামানটাকোসো, সউল ক্রেসপো, মাদিয়া তালাল, ডেভিড লালরাংসাঙ্গার সঙ্গে রাহুল এলে ইস্টবেঙ্গলের আক্রমণে ভারসাম্য যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯-২০ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রাহুল। ওই বছর ২২ নভেম্বর তিনি ক্লাবের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোল করেন। চোটের কারণে বেশিরভাগ ম্যাচ থেকে ছিটকে গেলেও রাহুল এই মরসুমে মোট আটটি ম্যাচ খেলেছিলেন। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে রাহুল ব্লাস্টার্সের সঙ্গে তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়েছিলেন। ১৩ ডিসেম্বর, বেঙ্গালুরুর বিরুদ্ধে দক্ষিণ ভারতীয় ডার্বিতে ২০২০-২১ মরসুমে তার প্রথম গোল করেন। ২০২১ সালের ২০ জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আরও একবার গোল করেন রাহুল। ম্যাচের ৯৪ মিনিটে গোল করে ব্লাস্টার্সের জয় নিশ্চিত করেন তিনি। 

কলকাতা লিগ ও ডুরান্ডে দারুণ ছন্দে লাল-হলুদ

আরও পড়ুন

কলকাতা ফুটবল লিগের পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্টের দিকেও নজর থাকবে সমর্থকদের। গত বছর অনবদ্য পারফরম্যান্স করেও চূড়ান্ত সাফল্য পায়নি লাল-হলুদের ছোটরা। ফাইনালে উঠে ও ট্রফি হাতছাড়া হয়েছিল তাঁদের। কিন্তু এবার সাফল্য দিয়েই সিজন শুরু করার লক্ষ্য ফুটবলারদের। কলকাতা লিগে সায়ন বন্দোপাধ্যায়রা দারুণ ছন্দে। শীর্ষে রয়েছে লাল-হলুদ। ডুরান্ড কাপেও প্রথম ম্যাচে পিছিয়ে থেকে জয় তুলে নিয়েছে লাল-হলুদ। ইন্ডিয়ান এয়ারফোর্সকে তারা হারিয়েছে ৩-১ গোলে।    

Advertisement
রাহুল কেপি
রাহুল কেপি

সব থেকে বড় কথা এই ম্যাচে গোল পেয়েছেন লাল-হলুদের হয়ে প্রথম খেলতে নামা ডিমানটাকোস ও ডেভিড। যা দেখে দারুণ খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। মরসুমের প্রথম ম্যাচে জয় আর দুই স্ট্রাইকারের গোল পাওয়া উপরি পাওনা সমর্থকদের কাছে।    

Advertisement