scorecardresearch
 

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলের লক্ষ্যে বেঙ্গালুরু স্ট্রাইকার, কাকে নিতে চাইছে লাল-হলুদ?

ইস্টবেঙ্গলে (East Bengal) আসতে পারেন আরও এক তারকা ফুটবলার। হরমনপ্রীত সিং-কে (Harmanpreet Singh) সই করাতে পারে লাল-হলুদ। এই স্ট্রাইকারকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। এমনটাই জানা যাচ্ছে। বেঙ্গালুরু এফসি-তে (Bengaluru FC) থাকলেও গত মরশুমে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

Advertisement
ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব
হাইলাইটস
  • বেঙ্গালুরু স্ট্রাইকার চাইছে ইস্টবেঙ্গল
  • হরমনপ্রীত সিং-কে দলে চাইছে লাল-হলুদ

ইস্টবেঙ্গলে (East Bengal) আসতে পারেন আরও এক তারকা ফুটবলার। হরমনপ্রীত সিং-কে (Harmanpreet Singh) সই করাতে পারে লাল-হলুদ। এই স্ট্রাইকারকে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। এমনটাই জানা যাচ্ছে। বেঙ্গালুরু এফসি-তে (Bengaluru FC) থাকলেও গত মরশুমে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

কত টাকায় সই করতে পারেন হরমনপ্রীত?
খেলার সুযোগ না পাওয়ায়, ইস্টবেঙ্গলে আসতে পারেন হরমনপ্রীত সিং। এর আগেও শ্রী সিমেন্টের (Shree Cement) সময় ইস্টবেঙ্গলে এসেছিলেন তিনি। বেঙ্গালুরু এফসি-র অ্যাকাডেমি থেকে উঠে আসা এই স্ট্রাইকার সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) রিজার্ভ দলেও ছিলেন। অনূর্ধ্ব-২১ দলেও ছিলেন এই স্ট্রাইকার। এই মরশুমে ডেভলপমেন্ট লিগেও খেলেছেন তিনি। যদিও একটাও গোল করতে পারেননি হরমনপ্রীত। বেঙ্গালুরু আগে ইন্ডিয়ান অ্যারোজের (India Arrows) হয়েও খেলেছেন এই স্ট্রাইকার। ৪০ লক্ষ টাকাতেই ইস্টবেঙ্গলে আসতে পারেন এই স্ট্রাইকার। শুধু স্ট্রাইকার হিসেবে নয়, রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এই ফুটবলার। মাত্র ২১ বছর বয়সী এই স্ট্রাইকার দলে এলে বেশ কিছুটা সুবিধা পেতে পারে কার্লোস কুয়াদ্রাটের দল।     

আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে ম্যাচে ইডেনে চমক, সবুজ-মেরুন জার্সিতে ক্রুনালরা?

আগেই গত মরশুমে ভালো খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে (Cleton Silva) সই করিয়ে রেখেছে ইস্টবেঙ্গল। তার সঙ্গে আরও একজন ভারতীয় স্ট্রাইকারকে জুড়ে দিতে পারলে লাভ হবে লাল-হলুদের। শোনা যাচ্ছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে জেভিয়ার সিভেরিওকে সই করিয়ে ফেলেছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। সব মিলিয়ে বলা যায়, স্ট্রাইকার সমস্যার সমাধান প্রায় করে ফেলল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সলমনের মেগা শো-এর টিকিট কেটেছেন, দুর্যোগে ভেস্তে গেলে কী ব্যবস্থা?
 

যদিও আরও অনেক নাম শোনা যাচ্ছে। শুধু স্ট্রাইকার সমস্যা নয়, পাশাপাশি অন্যান্য পজিশনেও ভালো ফুটবলার নিয়ে আইএসএল-এ ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল। পরপর তিন মরশুম ব্যর্থতাই সঙ্গী ইস্টবেঙ্গলের। তবে এবার সেই চাকা ঘোরাতে তৎপর ইমামি ইস্টবেঙ্গল। আর সেই জন্যই কম পয়সায়, ভালো ফুটবলারদের সন্ধানে লাল-হলুদ কর্তারা। এখন দেখার সেই লক্ষ্যে ইস্টবেঙ্গল ঠিক কতটা সুবিধা করতে পারে। এখনও অবধি মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল-এ একটাও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। তাই এবারে ডার্বি জিততেও মরিয়া তারা।    

Advertisement

Advertisement