scorecardresearch
 

East Bengal Transfer News: স্প্যানিশ মিডফিল্ডার ক্রেসপোকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল, বাজেট বাড়াচ্ছে ইমামি?

আরও এক আরও এক স্প্যানিশ ফুটবলারকে সই করানোর পথে ইস্টবেঙ্গল (East Bengal)। হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে জেভিয়ার সিভেরিয়ো এবং বোরহা হেরেরাকে তুলে নেওয়ার পর এ বার লাল-হলুদের নজর সাউল ক্রেসপোর (Saul Crespo) দিকে। এক বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করতে পারেন স্প্যানিশ ফুটবলার। সূত্রের খবর, মৌখিক চুক্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই কাগজে কলমেও সই করে ফেলবেন ক্রেসপো।

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • স্প্যানিশ মিডফিল্ডার আসতে চলেছেন ইস্টবেঙ্গল?
  • বাজেট বাড়ছে লাল-হলুদের

আরও এক আরও এক স্প্যানিশ ফুটবলারকে সই করানোর পথে ইস্টবেঙ্গল (East Bengal)। হায়দরাবাদ এফসি (Hyderabad FC) থেকে জেভিয়ার সিভেরিয়ো এবং বোরহা হেরেরাকে তুলে নেওয়ার পর এ বার লাল-হলুদের নজর সাউল ক্রেসপোর (Saul Crespo) দিকে। এক বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করতে পারেন স্প্যানিশ ফুটবলার। সূত্রের খবর, মৌখিক চুক্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই কাগজে কলমেও সই করে ফেলবেন ক্রেসপো।


২০১০ সাল থেকে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করা ২৬ বছরের মিডফিল্ডারের জন্ম স্পেনের পনফেরাদায়। এসডি পনফেরাদিনার যুব দলের হয়ে খেলা শুরু করেছিলেন ক্রেসপো। ২০১৫ সালে লোনে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব আতলেতিকো আস্তরগা এফসিতে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার। পরের বছর ফের লোনে আরানদিনা সিএফে যোগ দেন। প্রথম ক্লাব পনফেরাদিনার হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি। লা লিগার দ্বিতীয় ডিভিশনে ৫৫টি ম্যাচে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। স্পেনের বড় ক্লাবগুলি যে প্রতিযোগিতায় খেলে, সেই কোপা দেল রে-তেও ৯টি ম্যাচ খেলেছেন।

 সাউল ক্রেসপো
সাউল ক্রেসপো

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে কুয়াদ্রাতের সহকারী দেলগার্ডোই, প্রথম জানিয়েছিল bangla.aajtak.in
 

ভারতীয় ফুটবলেও বেশ পরিচিত মুখ ক্রেসপো। আইএসএলে এর আগে ওড়িশা এফসির (Odisha FC) হয়ে খেলেছেন তিনি। আইএসএলে (ISL) ১৮টি ম্যাচ ছাড়াও, সুপার কাপে (Super Cup) ৩টি এবং ডুরান্ড কাপে ৫টি ম্যাচ খেলেছেন। তিনটি গোলও রয়েছে তাঁর। মিডফিল্ডার হলেও ক্রেসপো বিভিন্ন জায়গায় খেলতে পারেন। সেন্ট্রাল, ডিফেন্সিভ এবং অ্যাটাকিং মিডফিল্ডেও দক্ষতার সঙ্গে খেলতে পারেন এই ফুটবলার।

আরও পড়ুন: সেদিন নজরুল ইসলামকে ডার্বির টিকিট দেননি গোষ্ঠ পাল
 

সোল ক্রেসপোকে সই করাতে পারলে ইস্টবেঙ্গলের মিডফিল্ড যে শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আরও কিছু ফুটবলারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই তালিকায় এবার ক্রেসপোর নামও যোগ হল। এর আগে কার্লেস কুয়াদ্রাতের সহকারী হিসেবে দলে যোগ দিয়েছেন দিমাস দেলগার্ডো। দুই বছরের জন্য লাল-হলুদে এসেছেন তিনি। এবার দেখার এই দল নিয়ে কতটা ভালো পারফর্ম করতে পারেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সূত্রের খবর, এবারে কিছুটা হলেও বাজেট বাড়াচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। আর তাতেই আশার আলো দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।  

Advertisement

Advertisement