East Bengal: ইস্টবেঙ্গলে কুয়াদ্রাতের সহকারী দেলগার্ডোই, প্রথম জানিয়েছিল bangla.aajtak.in

প্রায় এক সপ্তাহ আগেই bangla.aajtak.in জানিয়েছিল, ইস্টবেঙ্গলের সহকারী কোচ হতে পারেন ডিমাস দেলগার্ডো। প্রাক্তন ছাত্রকেই কোচ করে আনলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও নিজের দায়িত্বে বহাল থাকবেন বিনো জর্জ (Bino George)। ইতিমধ্যেই তাঁর চুক্তি বাড়ানোর কোথাও জানিয়ে দিয়ছে ইমামি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) প্রাক্তন মিডফিল্ডারকে সহকারী করে লাল-হলুদে আনলেন কুয়াদ্রাত ।

Advertisement
ইস্টবেঙ্গলে কুয়াদ্রাতের সহকারী দেলগার্ডোই, প্রথম জানিয়েছিল bangla.aajtak.in দিমাস দেলগার্ডো

প্রায় এক সপ্তাহ আগেই bangla.aajtak.in জানিয়েছিল, ইস্টবেঙ্গলের সহকারী কোচ হতে পারেন ডিমাস দেলগার্ডো। প্রাক্তন ছাত্রকেই কোচ করে আনলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও নিজের দায়িত্বে বহাল থাকবেন বিনো জর্জ (Bino George)। ইতিমধ্যেই তাঁর চুক্তি বাড়ানোর কোথাও জানিয়ে দিয়ছে ইমামি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) প্রাক্তন মিডফিল্ডারকে সহকারী করে লাল-হলুদে আনলেন কুয়াদ্রাত ।


সুনীল ছেত্রীদের প্রাক্তন সতীর্থ ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং-এ চলে এসেছেন। নিজের প্রাক্তন ছাত্রকে কি সেই জন্যই ইস্টবেঙ্গলে ডেকে নিলেন লাল-হলুদের হেডস্যার? সেটা যদিও নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। ফুটবলার হিসেবে দিমাসের রেকর্ড বেশ ভালো। তবে কোচিং জীবনের অভিজ্ঞতা নেই। উয়েফা এ লাইসেন্স রয়েছে তাঁর। সেই জন্যই মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলে আসতে পারেন দিমাস। ফুটবলার হিসেবে একবার বেঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দিমাস। ৪০ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফল্ডার বেঙ্গালুরু এফসি, ছাড়াও ওয়েস্টার্ন সিডনি এমনকি বার্সেলোনা বি দলের হয়েও খেলেছেন এই ফুটবলার। 

আরও পড়ুন: সেদিন নজরুল ইসলামকে ডার্বির টিকিট দেননি গোষ্ঠ পাল
লা লিগাতেও ২০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইন্ডিয়ান সুপার লিগে কুয়াদ্রাত যখন বেঙ্গালুরুর কোচ ছিলেন সেই সময়ই সুনীলদের দলে যোগ দেন দিমাস। ৫৯ ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। আইএসএল প্লে অফেও একটি গোল করেছেন দেলগার্ডো। দুটি অ্যাসিস্টও আছে তাঁর। এই স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারকেই কুয়াদ্রাতের সহকারী কোচ করল ইমামি ইস্টবেঙ্গল। 

আরও পড়ুন: পেলে-মারাদোনার নামে গেট উদ্বোধন করবেন মার্টিনেজ, অনুষ্ঠান সূচীতে আর কী?
এখনও স্পেনের ক্লাব মন্তানেশার হয়ে খেলছেন তিনি। যদিও জুন মাসেই তাঁর চুক্তি শেষ হতে চলেছে। তারপরেই তিনি ইস্টবেঙ্গলে এলেন। দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলতে পারছে না। ভাও মানের ফুটবলারও সই করাতে পারছে না লাল-হলুদ ক্লাব। বাজেট সমস্যা কাটিয়ে এবার ভালো দল গড়ে ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করছে ইমামি এমনটাই দাবি কর্তাদের। যদিও কোন কোন ফুটবলার এখনও অবধি ইস্টবেঙ্গলে সই করেছেন তা সরকারিভাবে জানা যায়নি।   

Advertisement


 
 

POST A COMMENT
Advertisement