East Bengal vs Mohammedan Sporting: মাথা গরম করে লাল কার্ড, মহেশ-নন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইস্টবেঙ্গল?

লিগের লাস্ট বয় ইস্টবেঙ্গল (East Bengal)। এখান থেকে ম্যাচ হারা মানে প্লে অফ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। তা সকলে বুঝতে পারলেও বোঝেননি জাতীয় দলের ফুটবলার নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। তা না হলে, ডার্বি (Kolkata Derby) ম্যাচে মাথা গরম করে লাল কার্ড দেখবেন কেন? বিশেষ করে যেখানে তাঁর সতীর্থ নন্দাকুমার (Nandha Kumar) কয়েক সেকেন্ড আগেই মার্চিং অর্ডার পেয়েছেন। তারপর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলের বোতলে লাথি! ৩০ মিনিটের মধ্যেই দুই ফুটবলার লাল কার্ড দেখলেও দারুণ ডিফেন্স করে মহমেডানের (Mohammedan Sporting) বিরুদ্ধে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। তবে ক্লাবের পক্ষ থেকে বড় শাস্তির মুখে মহেশ।

Advertisement
মাথা গরম করে লাল কার্ড, মহেশ-নন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইস্টবেঙ্গল?naorem mahesh nandhakumar

লিগের লাস্ট বয় ইস্টবেঙ্গল (East Bengal)। এখান থেকে ম্যাচ হারা মানে প্লে অফ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। তা সকলে বুঝতে পারলেও বোঝেননি জাতীয় দলের ফুটবলার নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। তা না হলে, ডার্বি (Kolkata Derby) ম্যাচে মাথা গরম করে লাল কার্ড দেখবেন কেন? বিশেষ করে যেখানে তাঁর সতীর্থ নন্দাকুমার (Nandha Kumar) কয়েক সেকেন্ড আগেই মার্চিং অর্ডার পেয়েছেন। তারপর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলের বোতলে লাথি! ৩০ মিনিটের মধ্যেই দুই ফুটবলার লাল কার্ড দেখলেও দারুণ ডিফেন্স করে মহমেডানের (Mohammedan Sporting) বিরুদ্ধে পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। তবে ক্লাবের পক্ষ থেকে বড় শাস্তির মুখে মহেশ।

কী শাস্তি পেতে পারেন মহেশ?

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মহেশকে শাস্তি দেওয়ার ব্যাপারেই জানিয়ে গেলেন দলের কোচ অস্কার ব্রুজো। তিনি দলের শৃঙ্খলা নিয়ে কোনও আপস করতে নারাজ। বলেন, 'সবটাই হচ্ছিল আমাদের বিরুদ্ধে। এর মধ্যেই দলের যা পরিস্থিতি তাতে এমন আচরণ মানা যায় না। আমাকে কথা বলতে হবে। রেফারির সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা পরে। তবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন তা মানতে হবে। তবে ভাল লাগছে আমাদের দল যে স্পিরিট দেখাতে পেরেছে তাতে পয়েন্ট এসেছে।' 

পরে তিনি আরও যোগ করেন, 'ড্রেসিংরুমে গিয়ে মহেশের সঙ্গে কী কথা বলব তা এখন বলতে পারছি না। আমাদের যা অবস্থা তাতে এভাবে আবেগ দেখানো ঠিক নয়। ও যে খুব ভাল খেলছিল তেমনটাও নয়। এরপর এমন কাণ্ড দলের জন্য একেবারেই ভাল নয়।' 

'এই ড্র আমাদের সাহায্য করবে'

প্রথমার্ধে ৯ জন হয়ে যাওয়ার পর ড্রেসিংরুমে কী বলেছিলেন অস্কার? প্রশ্ন শুনে ইস্টবেঙ্গল কোচ বলেন, 'ড্রেসিংরুমে গিয়ে ৪-৩-১ ছকে খেলতে বলেছিলাম। কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়া লক্ষ্য ছিল। তবে তা হয়নি। আর মাঝখান দিয়ে আক্রমণ রোখাই ছিল মূল লক্ষ্য। আমার মনে হয় না ওরা খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছে।' এএফসি চ্যালেঞ্জ লিগে দারুণ ছন্দে ছিল ইস্টবেঙ্গল। সেখান থেকেই ফুটবলাররা এমন লড়াই করার রসদ পেয়েছেন বলে মত অস্কারের। বলেন, 'আমরা পরপর ম্যাচে গোল খাচ্ছিলাম। সেখান থেকে এই ড্র আমাদের সাহায্য করবে।' তবে শনিবারের ড্র তাঁকে খুব বেশি খুশি করতে পারছে না বলেও জানিয়েছেন তিনি। ইস্টবেঙ্গল কোচের দাবি তাঁরা জিততে এসেছিলেন। 

Advertisement

      

POST A COMMENT
Advertisement