নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধ অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) দলে লুকাস ভাসকেজ ও ফেলিসিও ব্রাউন। দুই তারকা ফুটবলারই সবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাই তাঁদের প্রথম একাদশে রাখা না হলেও রাখা হয়েছে পরিবর্ত হিসেবে। কলকাতায় দলের সঙ্গে অনুশীলন করেছেন ভাসকেজ। লিওনেল মেসির (Lionel Messi) সতীর্থের খেলা মন কেড়েছে লাল-হলুদ সমর্থকদের। তবে ম্যাচে খেলা এখনও বাকি। অন্যদিকে ব্রাউন সরাসরি গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
নর্থ ইস্টের বিরুদ্ধে ঘরের মাঠে ৪ ডিসেম্বর ৫ গোলে জয় পেয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল। তারপর থেকেই সাফল্য আসতে শুরু করে দিয়েছে। এরপর সুপার কাপে জয় গোটা দলের চেহারাটাই যেন বদলে দিয়েছে। বিশেষ করে ডার্বি ম্যাচ জেতা আরও উজ্জীবিত করেছে লাল-হলুদকে। আইএসএল-এর মঞ্চেও প্রথমবার ডার্বি খেলতে নেমে ড্র করেছে ইস্টবেঙ্গল। দুইবার বড় ম্যাচে এগিয়ে গিয়েও ড্র করতে হওয়ায় কিছুটা হলেও বিরক্ত ইস্টবেঙ্গল শিবির। তবে নর্থইস্ট ম্যাচ জিততে পারলে দারুণ জায়গায় চলে যাবে লাল-হলুদ। ছয় নম্বরে উঠে আসবেন ক্লেইটনরা।
ফিট হয়ে দলের সঙ্গে যোগদিয়েছেন হরমনজ্যোৎ সিং খাবড়া। তবে এখনই দলে জায়গা পাচ্ছেন না তিনি। চোট পেয়ে অনেকদিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন সউল ক্রেসপো। ডার্বি ম্যাচে সউল ক্রেসপো চোট পেয়ে উঠে যান। পরে জানা যায় তাঁর চোট কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। এর মধ্যেই আবার এঈ ম্যাচে কার্ড সমস্যায় নেই সৌভিক চক্রবর্তী। তবে পরের ম্যাচে তিনি ফেরত আসতে পারবেন তিনি। এই ম্যাচে আবার বাঙালি ফুটবলার সায়ন বন্দ্যোপাধ্যায়কেও প্রথম একাদশে রেখেছেন কুয়াদ্রাত। ডার্বি তো বটেই সুপার কাপে দারুণ ফুটবল খেলেছেন আসানসোলের এই বাঙালি তরুণ।
ইস্টবেঙ্গল প্রথম একাদশ- লালচুংনুঙ্গা, হিজাজি, নিশু, অজয়, ব্রাউন, মহেশ, মার্ক, ক্রয়, ক্লেইটন (সি), সায়ন, নন্দা
সাব
কমলজিৎ,এডউইন, গুরসিমরত, বিষ্ণু, লুকাস ভাসকেজ, সুহের, ফেলিসিও