IPL 2022: ইডেনে IPL- ম্যাচের দিন একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি  পুলিশের

অকল্যান্ড রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরনীতে কোনও রকম গাড়ি চলাচল করবে না। এই অঞ্চলে গাড়ি পার্কও করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে আসা বাস, মিনি বাস আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড থেকে বেন্টিঙ স্ট্রিট, মিশন রো, মাংগউ লেন, বিবাদি বাগ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর কলকাতা বা পূর্ব কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলিকে গনেশ চন্দ্র অ্যাভিনিউ,মাংগউ লেন, বিবাদি বাগ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

Advertisement
ইডেনে IPL- ম্যাচের দিন একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি  পুলিশেরইডেন গার্ডেন্স, ফাইল চিত্র
হাইলাইটস
  • মঙ্গলবার প্রথম প্লে অফের ম্যাচ ইডেনে
  • বুধবার দ্বিতীয় ম্যাচ

মঙ্গলবার আইপিএল-এর প্লে অফের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেন্সে। দুই বছর পর ইডেনে ফিরছে আইপিএল। প্লে অফে কলকাতা নাইট রাইডার্স না খেললেও উন্মাদনায় ভাটা পড়েনি তিলোত্তমায়। ইডেন সংলগ্ন অঞ্চলে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে কলকাতা পুলিশ। ডিসিপি ট্রাফিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বিধিনিষেধের বিষয়। 

খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। তবে তার অনেক আগেই গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে কলকাতা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার দুপুর একটা পর্যন্ত কোনও মালবাহী গাড়ি ইডেন সংলগ্ন এজেসি বোস রোড, ভিক্টোরিয়া মেমরিয়াল হল সংলগ্ন রাস্তা, ডিএল খান রোডে মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। 

অকল্যান্ড রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরনীতে কোনও রকম গাড়ি চলাচল করবে না। এই অঞ্চলে গাড়ি পার্কও করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে আসা বাস, মিনি বাস আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড থেকে বেন্টিঙ স্ট্রিট, মিশন রো, মাংগউ লেন, বিবাদি বাগ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর কলকাতা বা পূর্ব কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসগুলিকে গনেশ চন্দ্র অ্যাভিনিউ,মাংগউ লেন, বিবাদি বাগ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: সচিন-পুত্রকে খেলাচ্ছেন না কেন, জবাবে এই VIDEO পোস্ট করল MI ?

আরও পড়ুন: প্লে অফে পৌঁছতে পারবে RCB? জবাব মিলবে আজই

দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়া বাস গুলি ডি এইচ রোড, খিদিরপুর রোড, হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জস গেট রোড হয়ে স্ট্রান্ড রোডের দিকে চলে যাবে গাড়িগুলি। ট্যাক্সি, প্রাইভেট বাসের ক্ষেত্রে কোনও জায়গায় পারকিং করা যাবে না। এমনটাই নরদেশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

POST A COMMENT
Advertisement