scorecardresearch
 

Mohun Bagan: পেলে-মারাদোনার নামে গেট উদ্বোধন করবেন মার্টিনেজ, অনুষ্ঠান সূচীতে আর কী?

কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) ৪ জুলাই আসছেন আর্জেন্টাইন (Argentina) গোলকিপার। সেই দিনই মোহনবাগান গেটের উদ্বোধন করবেন তিনি। পেলে, মারাদোনা ও গ্যারি সোবার্সের নামে এই গেট করা হয়েছে।

Advertisement
মোহনবাগানে আসছেন মার্টিনেজ মোহনবাগানে আসছেন মার্টিনেজ

কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। মোহনবাগান ক্লাবে (Mohun Bagan Club) ৪ জুলাই আসছেন আর্জেন্টাইন (Argentina) গোলকিপার। সেই দিনই মোহনবাগান গেটের উদ্বোধন করবেন তিনি। পেলে, মারাদোনা ও গ্যারি সোবার্সের নামে এই গেট করা হয়েছে।


আর কী কী অনুষ্ঠান হবে?
ওইদিন ফ্রেন্ডশিপ কাপ খেলা হবে। সেখানে খেলবেন পুলিশ কমিশনার একাদশ ও মোহনবগানের প্রাক্তন ফুটবলাররা। সবুজ-মেরুন জার্সি পরে কারা নামবেন তা ঠিক করতে পাঁচ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে। দুই দলের কোচ হবেন মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকের শেষে দেবাশিস দত্ত বলেন, ‘এই প্রদর্শনী ম্যাচ হবে ফ্লাড লাইটে। বিকাল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। তারপর হবে ম্যাচ। পাঁচ সদস্যের কমিটি ঠিক করবে কীভাবে এই ম্যাচ হবে। টিকিটের ব্যবস্থা কী হবে।‘ এই ম্যাচে খেলবেন, মোহনবাগানের হয়ে দীর্ঘদিন খেলা অনূর্ধ্ব-৪৫ ফুটবলাররা। পাশাপাশি ১০ জনকে লাইফ মেম্বারশিপও দেওয়া হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন: ক্রাউড ফান্ডিংয়ে কত টাকা উঠল ইস্টবেঙ্গলের? কর্তাদের দাবি, 'হিট'

ডুরান্ড কাপ ও কলকাতা লিগে কোন দল খেলবে?
ডুরান্ড কাপ ও কলকাতা লিগে মোহনবাগানের ডেভলপমেন্ট লিগে খেলা দল খেলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুই টুর্নামেন্টে সবুজ-মেরুনের কোনও তারকা ফুটবলারদের দেখা যাবে না। তবে সেই দলে, কিছু সিনিয়র দলের সদস্যকেও দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। দেবাশিস দত্ত বলেন, ’৪০ জন ফুটবলারের রেজিস্ট্রেশন করা হবে। বাচ্চাদের একটা সুযোগ দরকার। পাশাপাশি সমর্থকদেরও সমর্থন পায়।‘ পাশাপাশি তিনি বলেন, ‘তারকা আকাশ থেকে পড়ে না। তৈরি করতে হয়।‘ 

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের নজরে আরও এক তারকা ডিফেন্ডার, কাকে নিচ্ছে লাল-হলুদ?
ইস্টবেঙ্গল ক্লাবের ক্রাউড ফান্ডিং নিয়েও মুখ খুলেছেন দেবাশিস দত্ত। তিনি বলেন, ‘ওদের খারাপ সময় চলছে। তাই সমর্থকদের পাশে চাইছে। তা নিয়ে খারাপ কিছু নেই। কীভাবে ওরা ক্লাব চালাবে সেটা একেবারেই ওদের ব্যাপার। সবসময় সব কিছুকে নিয়ে সমালোচনা করা উচিত নয়।‘    

Advertisement

Advertisement