scorecardresearch
 

Euro 2024 Copa America Results: ইউরো কোয়ার্টার ফাইনালে এমবাপে vs রোনাল্ডো, কোপায় পানামা হারাল বলিভিয়াকে

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল বেলজিয়াম। ইয়ান ভের্তঘেন আত্মঘাতী গোলে জয় পেল ফ্রান্স। ইউরোর অপর ম্যাচে টাইব্রেকারে পর্তুগাল হারিয়ে দিল স্লোভানিয়াকে। কোপা আমেরিকায় দুটি ম্যাচ ছিল মঙ্গলবার সকালে। সেখানে প্রথম ম্যাচে পানামা ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বলিভিয়াকে। আর উরুগুয়ের বিরুদ্ধে ১ গোলে হেরেছে আমেরিকা।

Advertisement
ইউরো কোয়ার্টার ফাইনালে রোনাল্ডো vs এমবাপে ইউরো কোয়ার্টার ফাইনালে রোনাল্ডো vs এমবাপে

ইউরো কাপের (Euro Cup 2024) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেল বেলজিয়াম (Belgium)। ইয়ান ভের্তঘেন আত্মঘাতী গোলে জয় পেল ফ্রান্স (France)। ইউরোর অপর ম্যাচে টাইব্রেকারে পর্তুগাল (Portugal) হারিয়ে দিল স্লোভানিয়াকে (Slovania)। কোপা আমেরিকায় (Copa America 2024) দুটি ম্যাচ ছিল মঙ্গলবার সকালে। সেখানে প্রথম ম্যাচে পানামা ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বলিভিয়াকে। আর উরুগুয়ের বিরুদ্ধে ১ গোলে হেরেছে আমেরিকা।

বেলজিয়াম- ফ্রান্স ম্যাচে কী হল?

রাউন্ড অফ ১৬-এর ম্যাচে ইয়ান ভের্তঘেন আত্মঘাতী গোলে হেরে গেল বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বিশ্বকাপে রানার্স হওয়া ফ্রান্স। গোটা ম্যাচে বল পজেশন বা আক্রমণের ক্ষেত্রে এগিয়ে ছিলেন কিলিয়ান এমবাপেরাই। তবে গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। ৮৫ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় ফরাসিরা। এর ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে এমবাপেরা (cristiano ronaldo vs kylian mbappe)। দুই সেরার লড়াইয়ে জমে উঠবে শেষ আটের লড়াই। 

আরও পড়ুন

রাউন্ড অফ ১৬-এও গোল পেলেন না রোনাল্ডো

এবারের ইউরোতে একটাও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এদিনও তাঁর কাছ থেকে গোল পাওয়া গেল না। পেনাল্টিও মিস করলেন তিনি। ম্যাচ টাইব্রেকারে গড়ালে গোল করলেও, দর্শকদের কাছে ক্ষমা চান সি আর সেভেন। গোল করার দক্ষতার অভাবে ভুগতে হচ্ছে পর্তুগালকে। ভরসা দিতে পারছেন না রোনাল্ডোও। নির্ধারিত সময় ম্যাচ 0-0 থাকার পর এক্সট্রা টাইমেও গোল হয়নি। ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৩-০ ব্যবধানে জেতে পর্তুগাল।

টাইব্রেকারে রোনাল্ডোর গোল

কোপায় কোয়ার্টার ফাইনালে পানামা

বলিভিয়ার বিরুদ্ধে ২২ মিনিটে নেলসনের গোলে এগিয়ে গিয়েছিল পানামা। ব্রুনো মিরান্ডা দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ দিলেও, দলকে জেতাতে পারেননি। এডুয়ার্দো গুয়েরেরো ৭৯ মিনিটে ফের পানামাকে এগিয়ে দেন। ইনজুরি টাইমে বলিভিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন ভেলাস্কো। 

নেলসনের গোল

আমেরিকাকে হারিয়ে শেষ আটে উরুগুয়ে

আমেরিকার বিরুদ্ধে মাত্র ১ গোলে জয় পেল উরুগুয়ে। ৬৬ মিনিটে দলকে এগিয়ে দেন স্টপার মাতিয়াস অলিভিয়েরা। এরপর আর গোল শোধ দিতে পারেনি আমেরিকা। যদিও এর ফলে শেষ আটে উঠে গেল উরগুয়েও। যদিও কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে তা এখনও ঠিক হয়নি।

মাতিয়াসের গোল

      

 

Advertisement