scorecardresearch
 

Kolkata Football: মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে গ্যালারি ফাঁকা, কেন এই হাল?

তিন মরশুম আগেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) যোগ দিয়েছে কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। মনে করা হয়েছিল, দুই সমর্থক পুষ্ট ক্লাব যোগ দিলে আরও বেশি দর্শক দেখা যাবে এই ক্লাবের ম্যাচে। তবে তৃতীয় মরশুমে এসে দেখা যাচ্ছে একেবারে উল্টো দৃশ্য। রবিবার এটিকে মোহনবাগানের ম্যাচ থাকলেও, দর্শক আসেননি। যদিও, কর্তাদের দাবি ১৮,০০০ দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। একই দৃশ্য দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচের ক্ষেত্রেও। 

Advertisement
ফাঁকা যুবভারতী স্টেডিয়াম ফাঁকা যুবভারতী স্টেডিয়াম
হাইলাইটস
  • আইএসএল-এ ফাঁকা গ্যালারি
  • দর্শক আসছে না দুই প্রধানের ম্যাচে

তিন মরশুম আগেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) যোগ দিয়েছে কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। মনে করা হয়েছিল, দুই সমর্থক পুষ্ট ক্লাব যোগ দিলে আরও বেশি দর্শক দেখা যাবে এই ক্লাবের ম্যাচে। তবে তৃতীয় মরশুমে এসে দেখা যাচ্ছে একেবারে উল্টো দৃশ্য। রবিবার এটিকে মোহনবাগানের ম্যাচ থাকলেও, দর্শক আসেননি। যদিও, কর্তাদের দাবি ১৮,০০০ দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। একই দৃশ্য দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের ম্যাচের ক্ষেত্রেও। 

কেন দর্শক আসছে না দুই বড় ক্লাবের ম্যাচে?

এটিকে মোহনবাগানের ক্ষেত্রে অনেকদিন ধরেই, রিমুভ এটিকে আন্দোলন (Remove ATK Movement) চলছে। মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের নামের আগে এটিকে নাম তুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছিলেন সমর্থকদের একাংশ। গত বছর লক্ষ্মী পুজোর দিন সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনেও। প্রতিবাদে কাজ না হওয়ায় ও ক্লাবের কর্তাদের উদাসিনতার প্রতিবাদে এটিকে মোহনবাগানের খেলা বয়কটের ডাক দেয় প্রতিবাদী সমর্থকরা। সেই ডাকে সাড়া দিয়েছেন সমর্থকদের একটা বড় অংশ। সেই জন্যই মাঠে আসছেন না তাঁরা। পাশাপাশি এটিকে মোহনবাগানের পারফরম্যান্সও খুব ভাল নয় এই মরশুমে। দেশ-বিদেশের সেরা ফুটবলারদের সই করালেও, ফল পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিবাদে মাঠে যাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। 

আরও পড়ুন: 

অন্যদিকে ইস্টবেঙ্গল একের পর এক ম্যাচ হেরেই চলেছে। গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেলেও ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে স্টিফেন কনস্ট্যানটাইনের দল। এর মাঝেই দল নিয়ে অনুশীলন করার সময়, সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল স্টিফেনকে। গত দুই বছরের তুলনায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে উন্নতি হলেও, শেষ ছয়ে আসার সম্ভাবনা নেই ইস্টবেঙ্গলের। ফলে হতাশায় ভুগছেন সমর্থকরা। শ্রী সিমেন্ট বিদায় নেওয়ার পর মনে করা হয়েছিল, ইমামি এসে ইস্টবেঙ্গলকে ভাল জায়গায় নিয়ে যেতে পারবে। অন্তত প্লে অফে পৌঁছে যাবে লাল-হলুদ ক্লাব। তবে তা না হওয়ায় হতাশ সমর্থকরা যুবভারতী থেকে মুখ ফিরিয়েছেন। অনেক সমর্থক কষ্ট করে কেনা সিজন টিকিট ছিঁড়ে ফেলেছেন। 

Advertisement

গোটা দেশের কী পরিস্থিতি?
গোটা দেশেই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে এই কয়েক বছরে খুব মাতামাতি হয়েছে,তা বলা যাবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যার নিরিখে বাংলাকে টেক্কা দিয়েছে, কেরল। এখনও কেরলের ম্যাচে মাঠ ভর্তি থাকলেও কলকাতায় কোনও ম্যাচেই আশানুরূপ দর্শক পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এফএসডিএল কর্তারা দুই ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে কোনও উদ্যোগ নেয় কি না সেটাই এখন দেখার।  

Advertisement