গোল করলেন ক্যাসেমিরোFIFA World Cup 2022: জিতলেই শেষ ষোলতে পৌঁছে যাবে ব্রাজিল। জিততে পারলে পরের রাউন্ডে পৌঁছে যাবে সুইৎজারল্যান্ডও। আজকের ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না নেইমার (Neymar)। সেখান থেকে জিততে পারলে বড় জয় হবে ব্রাজিলের জন্য।
ম্যাচ শেষ
বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে নজির গড়ল ব্রাজিল। সুইসদের ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলতে ব্রাজিল।
গোল
এগিয়ে গেল ব্রাজিল। গোল করে গেলেন ক্যাসেমিরো। ৮৩ মিনিটে ১-০ গোলে এগোল ব্রাজিল। গোলের পাসটা বাড়ালেন সেই রড্রিগো। আরও গোল করবে ব্রাজিল?
বারে বারে আক্রমণ করছে ব্রাজিল
ডেডলক ভাঙছে না। গোল করতে হবে ব্রাজিলকে।
বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন
গোল বাতিল
রড্রিগোর পাস থেকে গোল করে গেলেন ভিনিশিয়াস। তবে ভিএআর-এ গোল বাতিল। অফসাইডের বিধি ভঙ্গ করায় গোল হল না।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
পাকেতার জায়গায় মাঠে নামলেন রড্রিগো। দুই প্রান্ত ব্যবহার করে সুইস রক্ষণ ভাঙার চেষ্টায় ব্রাজিল।
শেষ হল প্রথমার্ধের খেলা
এখনও গোল করতে পারল না ব্রাজিল। বারবার চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি তারা। নেইমারকে মিস করছেন তিতে। পাকেতা কিছুটা বল ধরে খেলার চেষ্টা করলেও গোলের সুযোগ তৈরি হচ্ছে না। অপরদিকে মাঝে মধ্যেই ব্রাজিল দূরগে হানা দিচ্ছে সুইসরা। তাঁরাও গোল করতে পারেনি।
কয়েক সেকেন্ডের জন্য নিভল আলো
কাতার বিশ্বকাপে নিভে গেল আলো। যদিও কিছুক্ষণ পরেই তা ফিরে আসে।
সুযোগ নষ্ট ব্রাজিলের
সহজ সুযোগ মিস করলেন ভিনিশিয়াস জুনিয়র। গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়েও গোলে শট করতে পারলেন না ভিনিশিয়াস।
১০ মিনিট অতিক্রান্ত
গোল করতে পারেনি কোনও দল। আক্রমণ করছে দুই দলই।
শুরু হল ম্যাচ
আক্রমণ করছে ব্রাজিল।
চোটের জন্য নেই নেইমার
দলে থাকছেন না ব্রাজিল দলের তারকা নেইমার। তবে তাঁর জায়গায় লুকাস পাকেতা। একই কারণে নেই ড্যানিলো। তাঁর জায়গায় দলে ফ্রেড।