scorecardresearch
 

FIFA World Cup 2022 Final Updates: অবশেষে বিশ্বকাপ জয় মেসির, ফ্রান্সকে হারিয়ে ট্রফি আর্জেন্টিনার

FIFA World Cup 2022 Final Live Updates: বিশ্বকাপ ফাইনালে ফাইনাল ফ্রান্সকে হারাল আর্জেন্টিনা। ফ্রান্সের হয়ে একা লড়লেন এমবাপে।

Advertisement
ছবি সৌজন্য : ফিফা ট্যুইটার ছবি সৌজন্য : ফিফা ট্যুইটার
হাইলাইটস
  • ইতিহাস গড়লেন মেসি
  • ট্রফি উন্মোচন করলেন দীপিকা পাড়ুকোন ও ক্যাসিয়াস

FIFA World Cup 2022 Closing Ceremony Live Updates: ফাইনাল ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই পারফর্ম করবেন নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। প্রায় ৮৯ হাজার দর্শক লুসেইল স্টেডিয়ামে একত্রিত হবেন। ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও কিইলিয়ান এমবাপ্পে। দুই খেলোয়াড়ই একই ফুটবল ক্লাব পিএসজির হয়ে খেলেন। ফলে উভয়েই একে অপরের শক্তি ও দুর্বলতা ভালোভাবে জানেন। 

  • শেষ ৩৬ বছরের প্রতীক্ষা। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতালেন লিওনেল মেসি। 
  • এবার আর মিস করলেন না ফ্রান্সের খেলোয়াড়। বল জড়ালেন জালে। 
  • গোল করলেন আর্জেন্টিনার খেলোয়াড়। 
  • পেনাল্টি মিস ফ্রান্সের। মিস করলেন চোয়ামেনি। 
  • ফ্রান্সের কিক সেভ আর্জেন্টিনার। পরের পেনাল্টি কিকে গোল আর্জেন্টিনার। গোল করলেন ডিবালা
  • গোল দিলেন সেই মেসিই, এক্সট্রা টাইমে ফ্রান্সের থেকে এগিয়ে গেল আর্জেন্টিনা
  • এক্সট্রা টাইমে গোলের খোঁজে মরিয়া ফ্রান্স ও আর্জেন্টিনা, রুদ্ধশ্বাস লড়াই  
  • তিনকাঠিতে দুর্দান্ত শর্ট মেসির। ভালো সেভও করলেন ফ্রান্সের গোলকিপাল। 
  • ডি বক্সের ভিতর দুরন্ত পাশ মেসির। তবে কাজে লাগাতে পারলেন না। দুর্দান্ত সেভ ট্র্যাকেল ফ্রান্সের খেলোয়াড়ের। 
  • এক্সট্রা টাইমের ৭ মিনিট খেলা অতিক্রান্ত। এই সময়ের মধ্যে এখনও গোল করতে পারেনি কোনও দল।  
  • শুরু হল এক্সট্রা টাইমের খেলা। এক্সট্রা টাইমে গোলের খোঁজে মরিয়া ফ্রান্স ও আর্জেন্টিনা, রুদ্ধশ্বাস লড়াই  
  • ৯৭ মিনিটের মাথায় দুর্দান্ত শর্ট মেসির। সেভও করলেন ফ্রান্সের গোলকিপার। 
  • মাঠের বাইরে বেঞ্চে বসে থাকা ফ্রান্সের খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন রেফারি 

৯৪ মিনিটের মাথায় অসাধারণ সেভ আর্জেন্টিনার গোল কিপারের। 

৯৩ মিনিটের মাথায় ফের আক্রমণ এমবাপের। ফ্রান্স পেল কর্নার। 

৯০ মিনিটের মাথায় গোল পোস্টের কাছ থেকে ফ্রি কিক পেল ফ্রান্স। তবে তা কাজা লাগাতে পারল না। 

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এমবাপে

এমবাপে গোল করতে কোনও ভুল করেননি পেনাল্টি থেকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এমবাপে। এ বারও করলেন। সঠিক সময়ে দুরন্ত প্রত্য়াবর্তন ফ্রান্সের।

ব্যবধান কমাল ফ্রান্স

পেনাল্টি থেকে গোল এমবাপের। ব্যবধান কমালেন ফরাসি তারকা।  

প্রথমার্ধের খেলা শেষ

২-০ গোলে এগিয়ে মেসির আর্জেন্টিনা। 

৭ মিনিট অ্যাডেড টাইম

৭ মিনিট দীর্ঘায়িত হল খেলা। ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। 

২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

মেসির অ্যাসিস্ট থেকে গোল করে গেলেন দি মারিয়া। ৩৭ মিনিটে ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। 

পেনাল্টি থেকে গোল করে গেলেন মেসি

২২ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা, যেটি নেন অধিনায়ক লিওনেল মেসি। এতে মেসি গোল করে ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক লরিস মেসির পেনাল্টি মিস করেন এবং এই বিশ্বকাপে মেসি তার ষষ্ঠ গোল করেন।

১০ মিনিট অতিক্রান্ত

খেলার ফল এখনও ০-০। গোল করতে পারেনিই কোনও দল।

অফ সাইডের বিধি ভঙ্গ করে ফেললেন আলভারেজ

সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে অফ সাইডের বিধি ভঙ্গ করে ফেললেন আলভারেজ। 

কোন স্ট্র্যাটেজিতে বাজিমাত?
এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ৪-২-৩-১ কম্বিনেশনে মাঠে নেমেছে। এবার অলিভার জিরুকে এগিয়ে রেখেছেন দেশঁ। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ৪-৪-২-এর কম্বিনেশন নিয়ে মাঠে নেমেছে। এই দলটিও একই কম্বিনেশন নিয়ে সেমিফাইনালে উঠেছিল, যেখানে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছিল।
 

ইতিহাস গড়ে ফেললেন মেসি 

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন লিওনেল মেসি। ২৬টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এক্ষেত্রে, তিনি ২৫ ম্যাচ খেলা সাবেক জার্মান অভিজ্ঞ লোথার ম্যাথাউসকে পিছনে ফেলেছেন।
 

ফাইনালে দুই দল

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি এবং নিকোলাস ট্যাগলিয়াফিকো।

ফ্রান্স স্কোয়াড: হুগো লরিস (গোলরক্ষক ও অধিনায়ক), অলিভিয়ের গিরৌড, কিলিয়ান এমবাপে, আন্তোইন গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, আদ্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, থিও হার্নান্দেজ, ডেওট উপমেকানো, রাফায়েল ভারানে এবং জুলেস কন্ডে।
 

ফ্রান্স বনাম আর্জেন্টিনা

মোট ম্যাচ: ১২
আর্জেন্টিনা জিতেছে: ৬ বার
ফ্রান্স জিতেছে: ৩ বার
ড্র: ৩ বার

ফ্রান্স স্কোয়াড
গোলরক্ষক: আলফোনসো এরিলো, হুগো লরিস, স্টিভ মান্দাদা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিম কোনাতে, জুলেস কন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডেওট উপমেকানো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসেফ ফোফানা, মাতেও গুন্দুজি, আদ্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, জর্ডান ভেরেটোট।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরু, অ্যান্টোইন গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, রান্ডেল কোলো মুয়ানি।    

Advertisement

আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।

মেসির জন্য প্রার্থনা

গোটা বিশ্বের একাংশ তো বটেই, মেসির হাতে কাপ দেখার জন্য যজ্ঞ করছেন কলকাতায় থাকা মেসির ফ্যানরা। সেই ভিডিও ও ছবি এখন ভাইরাল। 

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান

ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হতে চলেছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। নাইজেরিয়ান-আমেরিকান সংগীতশিল্পী ডেভিডোও ইভেন্টে বিশ্বকাপ 2022 থিম সং (হায়া-হায়া) পরিবেশন করবেন। 

কবে কারা বিশ্বকাপ জিতেছে?

১৯৩০- উরুগুয়ে
১৯৩৪- ইতালি
১৯৩৮- ইতালি
১৯৫০- উরুগুয়ে
১৯৫৪- জার্মানি
১৯৫৮- ব্রাজিল
১৯৬২- ব্রাজিল
১৯৬৬- ইংল্যান্ড
১৯৭০- ব্রাজিল
১৯৭৪- জার্মানি
১৯৭৮- আর্জেন্টিনা
১৯৮২- ইতালি
১৯৮৬- আর্জেন্টিনা
১৯৯০- জার্মানি
১৯৯৪- ব্রাজিল
১৯৯৮- ফ্রান্স
২০০২- ব্রাজিল
২০০৬- ইতালি
২০১০- স্পেন
২০১৪- জার্মানি
২০১৮- ফ্রান্স

Advertisement