
বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের (France) জন্য। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা স্ট্রাইকার করিম বেঞ্জিমা (Karim Benzema)। চোটের জন্য একাধিক ফুটবলার বাদ পড়ছেন। সেই তালিকায় এব্র যুক্ত হলেন বেঞ্জিমা। বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নও কিছুটা ধাক্কা খেল।
ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে
ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই খবর নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, 'গোটা ফ্রান্স দল তাঁর পাশে রয়েছে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' মরশুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছেন ফরাসি তারকা। তাঁর রিয়াল মাদ্রিদের হয়েও বেশকিছু ম্যাচ খেলতে পারেননি বেঞ্জিমা। এই বছরেই ব্যালন ডি'অর জিতেছেন ফরাসি তারকা। তবে বিশ্বকাপের আগে তাঁর ছিটকে যাওয়া বিরাট বড় ধাক্কা। শনিবার ফের উরুর চোটের জন্য বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেল এই ফরোয়ার্ডের।
আরও পড়ুন: আজ থেকে শুরু বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন?
গত বিশ্বকাপে বেঞ্জিমা দলে ছিলেন না। তাই দর্শক হিসেবেই বিশ্বকাপ উপভোগ করতে হয়েছিল তাঁকে। তবে এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেলেও খেলতেই পারলেন না ৩৪ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।
তারকা ফুটবলার ছিটকে যাওয়ায় হতাশ কোচ দিদিয়ার দেঁশ। তিনি বলেন, ''আমি বেঞ্জিমার জন্য খুব দুঃখ পেয়েছি। বিশ্বকাপ জেতাই ওর মূল লক্ষ্য ছিল।' যদিও হাল ছাড়তে নারাজ ফরাসি কোচ। তিনি বলেন, ''নতুন এই ধাক্কার পরেও দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা সবটাই করব।''
আরও পড়ুন: শাকিরার ওয়াকা-ওয়াকা থেকে পিটবুলের ধামাল, ফিফা বিশ্বকাপের সেরা থিম সং
বেঞ্জিমার জায়গায় দলে কে আসতে পারেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার মার্শিয়ালকে খেলান হতে পারে। বিশ্বকাপ ধরে রাখার চেষ্টায় মরিয়া দেঁশর কাছে বিকল্প রয়েছে। তবে তাঁরা কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার।
তবে চোট পাওয়া ফুটবলারদের তালিকাও বেশ লম্বা। এর আগে এনগোলো কান্তে, পল পোগবা, প্রেসনেল কিমপেম্বে, ক্রিস্টোফার এনকুকুরা চোটের জন্যই ছিটকে গিয়েছেন।