FIFA World Cup 2022: এমবাপের জোড়া গোল, ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলয় ফ্রান্স

FIFA World Cup 2022: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম দল হিসেবে রাউন্ড অফ ১৬-এ প্রবেশ করল ফ্রান্স (France)। এমবাপের জোড়া গোলে ডেনমার্কের বাধা টপকাল গতবারের চ্যাম্পিয়নরা।

Advertisement
এমবাপের জোড়া গোল, ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলয় ফ্রান্সকিলিয়ান এমবাপে
হাইলাইটস
  • জিতে গেল ফ্রান্স
  • ২-১ গোলে হারাল ডেনমার্ককে

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম দল হিসেবে রাউন্ড অফ ১৬-এ প্রবেশ করল ফ্রান্স (France)। এমবাপের জোড়া গোলে ডেনমার্কের বাধা টপকাল গতবারের চ্যাম্পিয়নরা। শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল ফ্রান্সই। এরপর ডেনমার্কের হয়ে গোল শোধ করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোল এমবাপের। 

   

POST A COMMENT
Advertisement