শেষবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে লিওনেল মেসিকে (Lionel Messi)। এবার তাই বিশ্বকাপ জিততে মরিয়া তিনি। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিরুদ্ধে। এ বার জুন-জুলাইয়ে নয়, ফুটবল বিশ্বকাপ হচ্ছে একেবারে মরশুমের মাঝে, শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচ।
ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে
গ্রুপ-সি-তে রয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। এই নিয়ে মোট ১৮ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে সৌদি আরবের এটি ষষ্ঠ বিশ্বকাপ। ২২ নভেম্বর মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ সি-তে এই দুই দল ছাড়াও রয়েছে মেক্সিকো, পোল্যান্ড।
কখন শুরু ম্যাচ?
কাতারের লুসেইল স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটের সময় শুরু হবে এই ম্যাচ।
আরও পড়ুন: 'Shut up!'স্টেডিয়ামে ইকুয়েডরের ভক্তকে ধমক কাতার সমর্থকের, তারপর...
কীভাবে দেখবেন লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটি টেলিভিশনে (Live streaming) দেখা যাবে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে bangla.aajtak.in-এর ওয়েবসাইটে।
আরও পড়ুন: মেসি না রোনাল্ডো, কে এগিয়ে? CR7 বলছেন...
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।