scorecardresearch
 

FIFA World Cup 2022: 'Shut up!'স্টেডিয়ামে ইকুয়েডরের ভক্তকে ধমক কাতার সমর্থকের, তারপর...

কাতারের বিরুদ্ধে ম্যাচে শুরুতেই এগিয়ে যেতে পারত ইকুয়েডর। তবে অফ সাইডের জন্য ভ্যালেন্সিয়ার গোল বাতিল করে দেওয়া হয়। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্যে দেখা যায়, মাইকেল এস্ট্রাডা মাত্র কিছুটার জন্য অফসাইডে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ইকুয়েডরের এই সমর্থক উঠে দাঁড়িয়ে অভিযোগ করতে থাকেন ম্যাচ গড়াপেটা হয়েছে। টাকা খেয়েছেন রেফারি, সেই জন্য এটা গোল দেওয়া হল না।

Advertisement
কথা কাটাকাটি দুই সমর্থকের কথা কাটাকাটি দুই সমর্থকের
হাইলাইটস
  • ২-০ গোলে জিতল ইকুয়েডর
  • সমর্থকদের মধ্যে ঝামেলা

ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম ম্যাচে গ্যালারিতে উত্তেজনা। কাতার বনাম ইকুয়েডর (Qatar vs Ecuador) ম্যাচে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খেলা চলাকালীন ইকুয়েডর সমর্থককে থামাতে ধমক দিতে দেখা যায় এক কাতার সমর্থককে। তবে বিষয়াটা হাতাহাতির পর্যায়ে যায়নি। 

ফুটবল বিশ্বকাপের সব খবর দেখুন এখানে 

কাতারের বিরুদ্ধে ম্যাচে শুরুতেই এগিয়ে যেতে পারত ইকুয়েডর। তবে অফ সাইডের জন্য ভ্যালেন্সিয়ার গোল বাতিল করে দেওয়া হয়। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্যে দেখা যায়, মাইকেল এস্ট্রাডা মাত্র কিছুটার জন্য অফসাইডে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ইকুয়েডরের এই সমর্থক উঠে দাঁড়িয়ে অভিযোগ করতে থাকেন ম্যাচ গড়াপেটা হয়েছে। টাকা খেয়েছেন রেফারি, সেই জন্য এটা গোল দেওয়া হল না।

আরও পড়ুন: রেকর্ড ভাঙল ইকুয়েডর, আয়োজক কাতারের বিরুদ্ধে ২-০ গোলে জয়

সেই সময়ই ইকুয়েডর সমর্থকের ওপর রেগে যান পেছনে বসে থাকা কাতারের সমর্থক। সামনে থাকা ইকুয়েডর সমর্থককে চুপ করে বসে খেলা দেখতে বলেন তিনি। তবুও শোনেননি তিনি। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বুঝতে পেরে কাতারের সেই সমর্থককে শান্ত করেন তাঁর সঙ্গে খেলা দেখতে আসা সমর্থকরা। তবে বিশ্বকাপের শুরুতে ওই গোল বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচুর আলোচনা হয়েছে। অনেকেই মনে করেছেন এটা অফসাইড ছিল না। আবার অনেকের মত এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। পরে ভিএআর দেখে এই বিষয়টা আরও স্পষ্ট বোঝা যাবে। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের শুরুতেই বিতর্ক, অফসাইডে ছিলেন ইকুয়েডর স্ট্রাইকার?

তবে ম্যাচের পর দুই জনকেই একে অপরের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।  তবে কোটি কোটি মানুষ টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের বিতর্কের ভিডিও দেখেছেন।  ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচেই পরাজয়ের মুখে পড়েছে কাতার। গ্রুপ-এ ম্যাচে ইকুয়েডর কাতারকে ২-০ গোলে হারিয়েছে। ইকুয়েডরের জয়ের নায়ক ছিলেন  অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া (Enner Valencia)। যিনি একাই দুটি গোল করেন। প্রথম গোল আসে পেনাল্টি থেকে। পরে হেড দিয়ে ব্যবধান বাড়ান ভ্যালেন্সিয়া।   

Advertisement