FIFA World Cup 2022 Spain vs Germany Match Update: রুদ্ধশ্বাস লড়াই, স্পেনের সঙ্গে ড্র করে টিকে রইল জার্মানি

FIFA World Cup 2022 live updates: আজকের ম্যাচে জিততেই হবে জার্মানিকে। জাপানের বিরুদ্ধে হেরে চাপে র‍য়েছে চারবারের চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হবে তাদের

Advertisement
রুদ্ধশ্বাস লড়াই, স্পেনের সঙ্গে ড্র করে টিকে রইল জার্মানিশুরু হল ম্যাচ
হাইলাইটস
  • ১-১ গোলে ড্র হল ম্যাচ
  • জিততে পারল না জার্মানি

FIFA World Cup 2022: এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে স্পেন। কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। সামনে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। 

ম্যাচ শেষ

অসাধারণ ম্যাচ। ১-১ গোলে ড্র হল এই ম্যাচ। জিততে পারল না জার্মানি।  

সমতা ফেরালেন নিকলাস ফুলক্রুগ

জার্মানির সম্মান রক্ষা করলেন নিকলাস ফুলক্রুগ। দারুণ গোল করে সমতা ফেরালেন 

গোল করলেন মোরাতা

১-০ গোলে এগিয়ে গেল স্পেন। ফাস্ট টাচে দারুণ গোল সুপার সাব মোরাতার। ফিরতেই হবে জার্মানিকে 

জমে গিয়েছে ম্যাচ

গোল হয়নি তবে দুই দলই আক্রমণ করছে।

হাফ টাইমে গোল হয়নি

হাফ টাইমে ম্যাচের ফল 0-0

এগিয়ে যেতে পারত জার্মানিও

জার্মানির সামনেও সুযোগ এসে গিয়েছিল। উনাই সিমনের দারুণ সেভ।

দারুণ শট স্পেনের

গোল পেয়ে যেতে পারত স্পেন। ড্যানি অলমোর শট নয়ারের হাতে লেগে বারে লাগে। 

POST A COMMENT
Advertisement