আগামী সপ্তাহ থেকেই কাতারে শুরু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এবারের ফিফা বিশ্বকাপের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। ভারত যোগ্যতা অর্জন করতে না পারলেও, এশিয়ার থেকে ৬টি দল এবারের ফিফা বিশ্বকাপ খেলছে। ভারতের কোটি কোটি ফুটবল পাগল জনতা তবুও চোখ রাখবেন টেলিভিশনের পর্দায় বা মোবাইলের স্ক্রিনে। সমর্থন করবেন তাঁর প্রিয় দলকে। তবে এটা জানেন কী, দেশের জার্সিতে একটা ম্যাচ খেলে লিওনেল মেসি (Lionel Messi) বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo) কত টাকা পান?
ভারতে ক্রিকেট দারুণ জনপ্রিয়। টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) নিয়েও যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছে গোটা দেশজুড়ে। তবে এ দেশে ফুটবল ভক্তের সংখ্যাও কম নয়। মাঝে মধ্যে অনেকের মনেই তাই প্রশ্ন জাগে, ফিফা বিশ্বকাপে বিভিন্ন দলের ফুটবলাররা কত টাকা করে ম্যাচ ফি বাবদ পান? রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) ম্যাচ ফির তুলনায় তা কি বেশি?
আরও পড়ুন: বিশ্বকাপের আগে প্রবল চাপে মেসি, কারণ তাঁর ১০ বছরের ছেলে ?
কী হিসেবে ম্যাচ ফি ঠিক হয়?
আসলে ফিফা বিশ্বকাপে খেলা ফুটবলারদের সঙ্গে টি২০ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি-র খুব বেশি পার্থক্য নেই। প্রায় সমান টাকাই ম্যাচ ফি বাবদ পান ক্রিকেটার ও ফুটবলাররা। ফুটবল বা ক্রিকেট দুই ক্ষেত্রেই ম্যাচ ফি-র নয়ম একই। প্রতিটি দল তাদের চুক্তি অনুসারে আলাদা ভাবে এই ম্যাচ ফি পায়। ফিফা বিশ্বকাপের পাঁচ সেরা দলের সঙ্গে যদি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অ্যারণ ফিঞ্চ (Aaron Finch) বা জস বাটলারদের (Jos Buttler) ম্যাচ ফি হিসেব করা যায় তা হলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
আরও পড়ুন: মেসি-রোনাল্ডোই নন, এটাই শেষ বিশ্বকাপ এই তারকাদেরও : PHOTOS
ফিফা বিশ্বকাপে সেরা ৫ দলের ফুটবলারদের ম্যাচ ফি
ব্রাজিল - আনুমানিক ৪.৮৫ লক্ষ টাকা
জার্মানি - প্রায় ২.৬৫ লক্ষ টাকা
ফ্রান্স - প্রায় ৩.৩১ লক্ষ টাকা
ইংল্যান্ড - প্রায় ২.৪৮ লক্ষ রুপি
স্পেন - প্রায় ২.৯০ লক্ষ টাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি
ভারতীয় দল - প্রায় ৩ লক্ষ টাকা
অস্ট্রেলিয়ান দল - প্রায় ৪.৪৪ লক্ষ টাকা
ইংল্যান্ড দল - প্রায় ৫.১ লক্ষ টাকা
নিউজিল্যান্ড দল - প্রায় ২ লক্ষ টাকা
পাকিস্তান দল - প্রায় ১.৩৮ লক্ষ টাকা