FIFA Wotld Cup 2022: বিশ্বকাপে ইতিমধ্যেই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে পর্তুগাল। তবে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। এমন ম্যাচে দলে ছয় পরিবর্তন এনেছেন পর্তুগাল কোচ।
ম্যাচ শেষ
জিতে গেল দক্ষিণ কোরিয়া
গোল করে এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া
হওয়াং হি-চান গোল করে এগিয়ে দিলেন দক্ষিণ কোরিয়াকে। দারুণ কাউন্টার অ্যাটাকে গোল তুলে নিলেন তিনি।
প্রথমার্ধের খেলা শেষ
খেলা শেষ হল ১-১ গোলে।
সুযোগ নষ্ট রোনাল্ডোর
সহজ সুযোগ নষ্ট রোনাল্ডোর। অল্পের জন্য ইউসেবিওকে ছুঁতে পারলেন না তিনি।
সমতা ফেরাল দক্ষিণ কোরিয়া
কর্নার থেকে গোল করে ফেলল দক্ষিণ কোরিয়া। গোল করলেন কিম ইয়ুং।
গোল
গোল করে ফেলল পর্তুগাল। রিকার্ডো হোর্তার গোলে এগিয়ে গেল পর্তুগালের
শুরু হয়ে গেল ম্যাচ
শুরুতেই আক্রমণে উঠে আসছে পর্তুগাল। গোল পাবে তারা?