কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব প্রায় শেষ হতে চলেছে। এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। বুধবারই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মরক্কো খেলবে স্পেনের (Morocco vs Spain) বিরুদ্ধে। আর রাতে পর্তুগাল নামবে সুইৎজারল্যান্ডের (Portugal vs Switzerland) বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে কোনও ম্যাচেই কোনও দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া (Croatia), ব্রাজিল (Brazil), নেদারল্যান্ডস (Netherlands), আর্জেন্টিনা (Argentina), ইংল্যান্ড (England) ও ফ্রান্স (France)।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, আর্জেন্টিনার সামনে নেদারল্যান্ডস। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই এই ম্যাচ জিততে পারলে সেমি ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
আরও পড়ুন: দঃ কোরিয়াকে হারিয়ে শেষ আটে ব্রাজিল, পেলেকে বার্তা নেইমারদের
রাউন্ড অফ-১৬-এর ম্যাচগুলি
নেদারল্যান্ডস ৩-১ গোলে হারিয়ে দিয়েছে আমেরিকাকে।
আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
পোল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে ফ্রান্স।
সেনেগাল ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ৩-০ গোলে।
জাপানকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
দক্ষিণ কোরিয়া ৪-১ গোলে হেরেছে ব্রাজিলের বিরুদ্ধে।
আরও পড়ুন: ৩ পেনাল্টি মিস জাপানের, সামুরাইদের রুখে নায়ক লিভাকোভিচ
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গোল্ডেন বুটের লড়াই। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা এগিয়ে থাকলেও গোটা পরিস্থিতি বদলে যেতে সময় লাগবে না।
ফুটবলার | দেশ | গোলসংখ্যা |
কিলিয়ান এমবাপে | ফ্রান্স | ৫ |
মার্কাস র্যাশফোর্ড | ইংল্যান্ড | ৩ |
লিওনেল মেসি | আর্জেন্টিনা | ৩ |
রিচার্লিসন | ব্রাজিল | ৩ |
আলভারো মোরাতা | স্পেন | ৩ |
বুকায়ো সাকা | ইংল্যান্ড | ৩ |
অলিভার জিরু | ফ্রান্স | ৩ |
কোডি গ্যাকপো | নেদারল্যান্ডস | ৩ |
এখনও অবধি যা পরিস্থিতি তাতে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন এমবাপে। বাকি সকলেই করেছেন ৩টি করে গোল। খুব বেশি দূরে নেই তারা। যে কোনও ম্যাচে এদের মধ্যে যে কেউ আরও দুটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন এমবাপেকে। এবারের বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তাই গোল্ডেন বুট জেতার ক্ষেত্রে কে এগিয়ে যাবেন তা এখনই বলা যাচ্ছে না।