scorecardresearch
 

FIFA World Cup 2022: ফাইনালের পর মেসির সঙ্গে কী করলেন কাতারের আমির? গোটা বিশ্বের ভক্তরা রেগে আগুন!

নিজের দেশের জার্সি গায়ে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন মেসি। কিন্তু এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ইংরেজ ফুটবলার গ্যারি লিনেকার। তিনি বলেছেন, “এটা লজ্জাজনক। একদিক থেকে ওরা মেসির আর্জেন্টিনার জার্সিটাই ঢেকে দিল।”

Advertisement
 messi messi
হাইলাইটস
  • কাতার বিশ্বকাপের ফাইনালের শেষ লগ্নটা কিছুটা বিতর্কিত হয়ে থাকল।
  • আর সেই বিতর্ক তৈরি হল পোশাক নিয়ে।

কাতার বিশ্বকাপের ফাইনালের শেষ লগ্নটা কিছুটা বিতর্কিত হয়ে থাকল। আর সেই বিতর্ক তৈরি হল পোশাক নিয়ে। দুর্দান্ত একটা ফাইনালের শেষে ফ্রান্সকে হারিয়ে যখন মেসির আর্জেন্টিনা তৃতীয় বার বিশ্বকাপ জিতল তখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রঙ ফিকে হয়ে গেল পোশাক বিতর্ক নিয়ে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন মেসি বিশ্বকাপ নিতে গেলেন তখন পরিয়ে দেওয়া হল কালো জোব্বা। যার জেরে বিশ্ব জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট এবং কাতারের প্রেসিডেন্ট তামিম বিন হামিদ আলি খান। জান যাচ্ছে তিনি কিছুটা জোর করেই মেসির গায়ে পরিয়ে দেন সেই জোব্বা।

নিজের দেশের জার্সি গায়ে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন মেসি। কিন্তু এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ইংরেজ ফুটবলার গ্যারি লিনেকার। তিনি বলেছেন, “এটা লজ্জাজনক। একদিক থেকে ওরা মেসির আর্জেন্টিনার জার্সিটাই ঢেকে দিল।”

 

আরও পড়ুন-বিশ্বকাপে হারের পরই বড় সিদ্ধান্ত, অবসরের ইঙ্গিত ফরাসি তারকার

আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার পাওলো জাবালেতাও ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটা কেন করা হবে? কেন? এটার তো কারণ থাকতে পারে না।  ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই কালো জোব্বা পরানোতে অসন্তুষ্ট। সব মিলিয়ে বিশ্বকাপের অন্তিম লগ্নটা বিতর্কহীন হলনা।

চ্যাম্পিয়ন দলের হয়ে শিরোপা হাতে নেওয়ার আগে লিওনেল মেসিকে কালো জোব্বা পরিয়ে দিয়েছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ। কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা। মেসিকে সম্মান জানাতেই ওই ঐতিহ্যবাহী পোষাকটি পরানো হয়েছিল। কাতারি ভাষায় এ পোশাকের নাম 'বিস্ত'। তবে মেসিকে এমন পোশাক পরানোয় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

তবে এ পোশাক নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি বিশ্বজয়ী চ্যাম্পিয়ন লিওনেল মেসি। আলখাল্লা পরে কাপ নিয়ে বিজয়োল্লাসে মাততে দেখা গেছে তাঁকে।   

আরও পড়ুন-ফ্যাক্ট চেক: নেইমারের উচ্ছ্বাসের ভিডিয়োটি বিশ্বকাপ ফাইনালে মেসির গোলের পর নয়, এটি তিন বছর পুরনো

 

Advertisement