Subrata Bhattacharya: ডেঙ্গিতে আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ভর্তি হাসপাতালে

ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) ডেঙ্গি (Dengue) আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠা ভক্তদের মনে।

Advertisement
ডেঙ্গিতে আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ভর্তি হাসপাতালে সুব্রত ভট্টাচার্য (ফেসবুক)
হাইলাইটস
  • ডেঙ্গি হয়েছে সুব্রত ভট্টাচার্যের
  • ভর্তি হাসপাতালে

ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) ডেঙ্গি (Dengue) আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠা ভক্তদের মনে। গত বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিলেন তিনি। তারপর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রতর।  নিয়মিত প্লেটলেট পরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষনে রেখেছেন তাঁকে। বুধবার সুব্রত ভট্টাচার্যকে দেখে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। যদিও পরিবারের তরফে বলা হয়েছে, 'সুব্রত ভট্টাচার্য এখন অনেকটাই ভাল আছেন। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁর তাপমাত্রা ওঠা নামা করছিল। শেষ পর্যন্ত ডেঙ্গি পরীক্ষা করার নির্দেশ দেন চিকিৎসকরা। সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই দেখা যায় ডেঙ্গি হয়েছে তাঁর।'  

সুব্রত ভট্টাচার্য (ফেসবুক)
সুব্রত ভট্টাচার্য (ফেসবুক)

আরও পড়ুন: WCT20-তে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত, সুযোগ পাবেন পন্ত?

ময়দানের প্রিয় বাবলুদার ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবরে বহু মানুষ তাঁর খবর নেওয়ার চেষ্টা করতে থাকেন। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) চলচিত্র অভিনেতা। জামাই ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ইতিমধ্যে কলকাতা শহর জুড়ে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। গলফ গ্রীন এলাকাতেও যথেষ্ট বেড়ে গিয়েছে ডেঙ্গি। ডেঙ্গি বাড়তে থাকায় প্রশাসনও চিন্তিত। পুরসভার তরফে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে। সচেতনার ওপর জোর দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি। এর মধ্যে সুব্রত ভট্টাচার্যের ডেঙ্গি আক্রান্তের খবর ক্রীড়াদুনিয়ায় উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

সুব্রত ভট্টাচার্য (ফেসবুক)
সুব্রত ভট্টাচার্য (ফেসবুক)

আরও পড়ুন: 'বিশ্ব স্তব্ধ হবে,' ভারত VS পাকিস্তান ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত WWE তারকা দ্য রক

দাপটের সঙ্গে খেলার পাশাপাশি, কোচ হিসেবেও তিন প্রধানেই সাফল্যের সঙ্গে কাজ করেছেন সুব্রত। ময়দানে দারুণ জনপ্রিয় তিনি। কোচ হিসেবে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়েও সাফল্য এনে দিয়েছেন মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে। মহামেডানের কোচ হিসেবে কাজ করার -পাশপাশি, ভবানীপুরকেও কোচিং করিয়েছেন সুব্রত। তাই ময়দানের তারকার দ্রুত আরোগ্য কামনায় ফুটবল প্রেমীরা। উৎকণ্ঠায় কলকাতা সহ গোটা গোটা বাংলার ফুটপ্রেমীরা।   

Advertisement

POST A COMMENT
Advertisement