Gautam Gambhir MS Dhoni: বিস্কুট বনাম কুকুর! ধোনি এবং গম্ভীরের ভক্তদের মধ্যে জোর লড়াই সোশ্যাল মিডিয়ায়

একটি বাচ্চা মেয়ে চেয়ারের উপর উঠে একটি কুকুরকে ওরিও বলে ডাকছে। ধোনির প্রেস কনফারেন্স এর পরেই কি কুকুরটির নাম ওরিও দেওয়া হয়েছে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
বিস্কুট বনাম কুকুর! ধোনি এবং গম্ভীরের ভক্তদের মধ্যে জোর লড়াই সোশ্যাল মিডিয়ায়ধোনি ও গম্ভীর
হাইলাইটস
  • ভাইরাল ভিডিও
  • ধোনিকে কী বোঝাতে চাইলেন গম্ভীর?

কিছুদিন আগেই এক বিস্কুট কোম্পানির হয়ে বিজ্ঞাপনের প্রচার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আর এর পরেই ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন। যেখানে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে চেয়ারের উপর উঠে একটি কুকুরকে ওরিও বলে ডাকছে। ধোনির প্রেস কনফারেন্স এর পরেই কি কুকুরটির নাম ওরিও দেওয়া হয়েছে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

বিশ্বকাপ জয়ের কৃতিত্ব সকলের
আসলে দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ধোনি এবং গম্ভীরের মধ্যে নানা বিষয় মতোবিরোধ প্রকাশ্যে এসেছে। ২০১১ সালের বিশ্বকাপ (2011 ICC World Cup) জয়ের কৃতিত্ব সকলেরই ধোনিকে দেন। ফাইনাল ম্যাচে ওয়াংখেড়েতে ধোনির মারা ছক্কাই ভারতকে বিশ্বকাপ এনে দেয়। তবে এটা মাথায় রাখতে হবে। ভারতীয় ইনিংসের ভিত করে দিয়েছিল গৌতম গম্ভীরের ৯৭ রানের ইনিংস। গম্ভীর সেই কারণে মনে করিয়ে দেন, বিশ্বকাপ জয় দলগত একটা প্রয়াস। তাই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কারো একার নয়, গোটা দলের।

আরও পড়ুন: যুবরাজ-ফ্লিন্টফ ঝামেলা মনে আছে? T20 বিশ্বকাপে বারবার তপ্ত হয়েছে বাইশ গজ


কেন এই ভিডিও বানালেন গম্ভীর?
বিজ্ঞাপনের প্রচারে ২০১১ সালের বিশ্বকাপের প্রসঙ্গ টেনে এনেছেন ধোনি। আর তারপরেই গম্ভীরের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এই ভিডিও। সেই জন্যই ব্যবহারকারীরা মনে করছেন, এটা আসলে ধোনির প্রেস কনফারেন্সের প্রতিক্রিয়ায় তৈরি করা একটি ভিডিও। যা নিয়ে বিরাট আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: রোনাল্ডো-মেসির পাশেই সুনীলের ছবি, ভারতের ক্যাপ্টেনকে বড় সম্মান FIFA-র


২০১১ সালে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত
১৯৮৩ সালের পর ২০১১ সালে দ্বিতীয় বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। গৌতম গম্ভীর এই ম্যাচে বিরাট চাপের মধ্যেও ৯৭ রানের ইনিংস খেলেন। ফাইনাল ম্যাচে  তাড়াতাড়ি দুই ওপেনার সেওয়াগ এবং সচিন আউট হয়ে যাওয়ায় বিরাট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন গম্ভীর ও ধোনি জুটি। ৯১ রান করে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। 

Advertisement

POST A COMMENT
Advertisement