আগামী মাসেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। ১৬ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর। পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) এই ম্যাচ ঘিরে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ টি দল অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে দুই দলের খেলোয়াড়রা মাঠের মধ্যেই তাদের মাথা গরম করে ফেলেছেন। জেনে নেওয়া যাক খেলোয়ারদের মধ্যে ঘটা এমন তিনটি বড় ঝামেলার কথা।
যুবরাজ সিং বনাম ফ্লিন্টফ: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারত এবং ইংল্যান্ড ম্যাচে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অ্যান্ড্রু ফ্লিন্টফ (Andrew Flintoff)। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই তারকা অলরাউন্ডারের মধ্যে। ফ্লিন্টফ, যুবরাজকে অশালীন অঙ্গভঙ্গি করেন বলেও অভিযোগ। তবে এর খেসারত দিতে হয় স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad)। ১৯তম ওভার বল করতে এসে ছয় বলে ছ'টা ছক্কা খান ইংরেজ বোলার।
আরও পড়ুন: এবার গড়িয়ায় আস্ত লর্ডস-জার্সি ওড়াবেন সৌরভ, কী ব্যাপার?
ধৈর্য হারান শ্রীশান্ত: ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিং করছিলেন শ্রীশান্ত। সেই ম্যাচে ১২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন ভারতের স্পিডস্।টার এই ম্যাচেই ম্যাথু হেডেনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতীয় বোলার। যদিও পরে অজি ওপেনারকে আউট করেন শ্রীশান্ত। ঝামেলার ঘটনায় ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয় ভারতীয় বোলারের কাছ থেকে। এক সাক্ষাৎকারের এই ঘটনার কথা জানাতে গিয়ে শ্রীশান্ত বলেন, ''আমি চেয়েছিলাম যে কোনও মূল্যে আমাদের দল জিতুক।''
আরও পড়ুন: স্ত্রীর জন্মদিনে চাহালের প্রেম-মাখা VIDEO পোস্ট, VIRAL
লিটন-কুমারার মধ্যে ঝমেলা: আরব আমিরশাহিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে ঝামেলা হয়েছিল ওই ম্যাচে শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারের সঙ্গে ঝামেলায় জনান বাংলাদেশের লিটন দাস। প্যাভিলিয়নে ফেরার সময় শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় লিটনকে। শুধু তাই নয়, মাঝপথে এসে লাহিরু কুমারকে পেছনের দিকে ঠেলে দেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মহম্মদ নঈম। পরে গোটা বিষয়টাকে কোনমতে শান্ত করেন আম্পায়াররা।