scorecardresearch
 

IPL Mega Auction: কোন কোন ক্রিকেটারকে কিনতে চায় লখনউ, জানালেন গম্ভীর

লখনউ সুপার জায়েন্টস মেন্টর বলেন, ''গতবার সঞ্জীব গোয়েঙ্কা পুনের দল কিনেছিলেন। সেবার মাত্র ১ রানের জন্য আইপিএল জেতা হয়নি। এবার আমাদের সামনে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ রয়েছে।'' দুই বছরের জন্য আইপিএল-এর দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নির্বাসিত ছিল। সেই সময় আইপিএল-এ অংশ নেয় 'পুনে সুপার জায়েন্টস'। পুনের দলের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দলে ছিলেন স্টিভ স্মিথের মত ক্রিকেটার।

Advertisement
গৌতম গম্ভীর গৌতম গম্ভীর
হাইলাইটস
  • রণকৌশল নিয়ে মুখ খুললেন গম্ভীর
  • পরম্পরা তৈরি করতে চায় লখনউ সুপার জায়েন্টস

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) আরও দুটি নতুন দল যোগ দিয়েছে। মেগা নিলামের আগে লখনউ এবং আমেদাবাদ উভয় দলই তাদের কৌশল ঠিক করতে ব্যস্ত। লখনউ এর দলে এবার মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিলামের আগে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিলামে তাঁদের দলের রণকৌশলের কথা। নিলাম শুরু হওয়ার আগেই তিন ক্রিকেটারকে বেছে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। অধিনায়ক হিসেবে দলে রয়েছেন কেএল রাহুল (KL Rahul)। এছাড়াও আছেন মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোইরা। পাশাপাশি দলের মেন্টর গৌতম গম্ভীরের চোখ রয়েছে আরো কিছু নামি খেলোয়াড়দের দিকে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে মেগা নিলামের আসর। সেখান থেকেই দল তৈরি করবে আইপিএলে অংশ নেওয়া ১০ টি ফ্র্যানঞ্চেইজি।

মেগা নিলামে থাকবেন বেশ কিছু নামী ক্রিকেটার

গৌতম গম্ভীর বলেন, "আমরা একটা পরম্পরা তৈরি করতে চাই। তার জন্য দারুণ সুযোগ রয়েছে আমাদের সামনে।" মেগা নিলামে রয়েছেন ডেভিড ওয়ার্নার কাগিসো রাবাদা, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, শ্রেয়াস আইয়ার, শার্দূল ঠাকুর-এর মত বড় ক্রিকেটাররা। প্রতিটি দল এই খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে চাইবে।

আরও পড়ুন: সাড়ে তিন বছরের জন্য নির্বাসিত জিম্বাবয়ের প্রাক্তন অধিনায়ক

আরও পড়ুন: 'ভগবানের বাজেট হয় না,' শার্দূলকে নিয়ে মজা সতীর্থদের, Video

লখনউ সুপার জায়েন্টস মেন্টর বলেন, ''গতবার সঞ্জীব গোয়েঙ্কা পুনের দল কিনেছিলেন। সেবার মাত্র ১ রানের জন্য আইপিএল জেতা হয়নি। এবার আমাদের সামনে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ রয়েছে।'' দুই বছরের জন্য আইপিএল-এর দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নির্বাসিত ছিল। সেই সময় আইপিএল-এ অংশ নেয় 'পুনে সুপার জায়েন্টস'। পুনের দলের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দলে ছিলেন স্টিভ স্মিথের মত ক্রিকেটার।

Advertisement

রবি বিষ্ণোইয়ের প্রশংসায় গম্ভীর

এবার লখনউ দলের যোগ দিয়েছেন রবি বিষ্ণোই। গম্ভীর বলেন, ''রবি বিষ্ণোই দলে যোগ দেওয়ায় খুব ভাল হয়েছে। ও তরুণ ক্রিকেটার। উইকেট নেওয়ার ক্ষেত্রেও দক্ষতা রয়েছে। খেলার যে কোনো সময় ও বল করতে পারে। এই ধরনের ক্রিকেটার দলের জন্য খুবই দরকার।'' কিছুদিন আগেই লখনউ দল তাদের দলের নাম ও লোগো প্রকাশ করেছে।

Advertisement