scorecardresearch
 

IPL 2022: কেন IPL 2022-এর প্রথম ম্যাচে নেই ম্যাক্সওয়েল?

মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হতে পারে, আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সীমিত ওভারের সিরিজের সফর শুরু হবে ২৯ মার্চ থেকে। ম্যাক্সওয়েল এবং তাঁর ভারতীয় বংশোদ্ভূত বাগদত্তা ভিনি রামন ২৭ মার্চ গাঁটছড়া বাঁধবেন। এর আগে গ্লেন ম্যাক্সওয়েলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে। উদ্বোধনী ম্যাচে ম্যাক্সওয়েল না থাকায় ফাফ ডু প্লেসিসকে আরসিবি-র অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।

Advertisement
গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল
হাইলাইটস
  • আইপিএল-এর প্রথম ম্যাচে নেই ম্যাক্সওয়েল
  • পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও নেই ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) আগামী মাসে বিয়ে করতে চলেছেন, সেই কারণে তিনি পাকিস্তান সফর এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) প্রথম ম্যাচগুলি খেলতে পারবেন না । ম্যাক্সওয়েল ফক্স স্পোর্টসকে বলেছেন যে, সময়সূচী পরিবর্তিত হওয়ায় পাকিস্তান সিরিজ বা আইপিএল-এর প্রথম দিকের ম্যাচগুলিতে খেলা হবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বিরাট কোহলি (Virat Kohli), মহম্মদ সিরাজ ছাড়াও ম্যাক্সওয়েলকে ধরে রেখেছে। ক্যানবেরায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর তিনি বলেন, ''প্রথম দিকে যখন আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তারিখ নিয়ে আলোচনা করেছি, তখন দুই সপ্তাহের ব্যবধান ছিল, এটা হলে আমি সময় পেয়ে যেতাম।'' তারকা ব্যাটার আরও বলেন, ''তাই বিয়ের তারিখের চূড়ান্ত করার সময়, আমি খুশি ছিলাম যে আমাকে কোনও সিরিজ মিস করতে হবে না। এর পর গত বছর যখন আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে (Cricket Australia) চুক্তি সংক্রান্ত বৈঠকে বসি, তখন আমায় পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের বিষয় জানান হয়।''

মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হতে পারে, আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সীমিত ওভারের সিরিজের সফর শুরু হবে ২৯ মার্চ থেকে। ম্যাক্সওয়েল এবং তাঁর ভারতীয় বংশোদ্ভূত বাগদত্তা ভিনি রামন ২৭ মার্চ গাঁটছড়া বাঁধবেন। এর আগে গ্লেন ম্যাক্সওয়েলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে। উদ্বোধনী ম্যাচে ম্যাক্সওয়েল না থাকায় ফাফ ডু প্লেসিসকে আরসিবি-র অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।

আরও পড়ুন: 'বাপ্পিদা'র প্রয়াণে ট্যুইট সচিন-বিরাটদের, কী লিখলেন?

আরও পড়ুন: আজ ইডেনে ভারত VS ওয়েস্ট ইন্ডিজ T20, কোথায়-কখন-কীভাবে দেখবেন ম্যাচ?

৪ মার্চ থেকে টেস্ট সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর শুরু হবে। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই দলের মধ্যে প্রথম টেস্ট। পাকিস্তানের সব সিনিয়র খেলোয়াড়রা এই সফরে থাকছেন। অস্ট্রেলিয়া দল এই সফরে ৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে সিরিজ খেলবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মার্চ।

Advertisement

Advertisement