scorecardresearch
 

ICC: দ্বিতীয়বার ICC চেয়ারম্যান হলেন Greg Barclay

আরও একবার  আইসিসি-র (ICC) চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)। সর্বসম্মতিক্রমে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তা হলেন তিনি।

Advertisement
গ্রেগ বার্কলে গ্রেগ বার্কলে
হাইলাইটস
  • আবারও আইসিসি-র দায়িত্বে বার্কলে
  • আরও দুই বছর দায়িত্বে থাকবেন তিনি

আরও একবার  আইসিসি-র (ICC) চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)। সর্বসম্মতিক্রমে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তা হলেন তিনি। আরও দুই বছরের জন্য এই দায়িত্বে থাকতে চলেছেন বার্কলে। দ্বিতীয় বারের জন্য আইসিসি চেয়ারম্যান হওয়ার পর গ্রেগ বার্কলে বলেন, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ার হিসাবে পুনরায় নির্বাচিত হওয়া একটি সম্মানের। আমি আমার সহকর্মী আইসিসি পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই।''

২০২০ সালে প্রথমবার আইসিসি চেয়ারম্যান পদে বসেন বার্কলে। আর এদিন ফের নির্বাচিত হওয়ার পর আইসিসি কর্তা বলেন, ''ক্রিকেটে জড়িত হওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ সময়। পুরো বিশ্ব যাতে ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে সেটা দেখাই আমার কর্তব্য।''  

আরও পড়ুন: পাক প্রধানমন্ত্রীর ট্যুইটের জবাব, বিস্ফোরক ইরফান পাঠান

একটা সময় মনে করা হয়েছিল, প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই চেয়ারে বসতে পারেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। বোর্ডের পক্ষ থেকে সচিব জয় শাহ আইসিসিতে প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে রাজনৈতিক তরজাও চলে। তবে তাতেও পরিস্থিতি বদলায়নি। সৌরভ বিসিসিআই সভাপতি পদ ছাড়ার পর, সেই চেয়ারে বসেছেন আরেক প্রাক্তন ক্রিকেটার রজার বিনি।

আরও পড়ুন: মেসি-রোনাল্ডোই নন, এটাই শেষ বিশ্বকাপ এই তারকাদেরও : PHOTOS

“গত দুই বছরে, আমরা বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে গিয়েছি। সে চেষ্টা যে অনেকাংশেই সফল তা বলা যায়। আর যে পরিকল্পনার মাধ্যমে আমরা এটা করতে পেরেছি সেটা বেশ ভাল। তার প্রমাণও  আমরা পেয়েছি।''

তাভেংওয়া মুকুহলানি যদিও বার্কলে বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তবে শেষ অবধি নিজের নাম প্রত্যাহার করে নেন। ফলে সর্বসম্মতি ক্রমে চেয়ারম্যান পদে নির্বাচিত হন বার্কলে।

Advertisement

রাত পোহালেই টি২০ বিশ্বকাপ ফাইনাল (ICC T20 World Cup 2022)। মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড (Pakistan vs England)। তবে এই ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রবিবার মেলবোর্নে বৃষ্টি হতে পারে। সেই জন্যই নিয়মে কিছুটা বদল এনেছে আইসিসি।

Advertisement