scorecardresearch
 

KL Rahul: পদ খোয়াতে পারেন রাহুল, রোহিতের ডেপুটি কে হতে পারেন?

কিছুদিন আগেই জার্মানিতে অস্ত্রপচার হয়েছে রাহুলের। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোভিড ধরা পড়েছিল তাঁর। কোভিড থেকে মুক্তি পেলেও ফিট না হওয়ায় একদিনের সিরিজেও দলে নেই তিনি। একের পর এক সিরিজে ফিটনেসের জন্য দল থেকে বাদ পড়ায় বিকল্পের সন্ধান করছে বিসিসিআই। সেই জন্যই সহ অধিনায়কের পদ থেকে তাঁকে সরানোর চিন্তা ভাবনা করছে বোর্ড। তাঁর জায়গায় দায়িত্ব পেতে পারেন হার্দিক। 

Advertisement
কেএল রাহুল কেএল রাহুল
হাইলাইটস
  • বারবার চোট পাচ্ছেন রাহুল
  • সহ অধিনায়ক হতে পারেন হার্দিক

বারবার চোটের জন্য ছিটকে যাচ্ছেন ভারতের সহ অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলে নেই রাহুল। বর্তমানে ক্যাপ্টেন রোহিত শর্মার সহকারীর ভূমিকা পালন করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেল, হার্দিককেই টি২০ বিশ্বকাপে রোহিতের অ্যাসিসটেন্ট করা হতে পারে। 

কিছুদিন আগেই জার্মানিতে অস্ত্রপচার হয়েছে রাহুলের। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোভিড ধরা পড়েছিল তাঁর। কোভিড থেকে মুক্তি পেলেও ফিট না হওয়ায় একদিনের সিরিজেও দলে নেই তিনি। একের পর এক সিরিজে ফিটনেসের জন্য দল থেকে বাদ পড়ায় বিকল্পের সন্ধান করছে বিসিসিআই। সেই জন্যই সহ অধিনায়কের পদ থেকে তাঁকে সরানোর চিন্তা ভাবনা করছে বোর্ড। তাঁর জায়গায় দায়িত্ব পেতে পারেন হার্দিক। 

আরও পড়ুন: FIFA বিশ্বকাপে এশিয়ার ৮ দেশ, ভারত কীভাবে সুযোগ পেতে পারে?

আইপিএল থেকেই দারুণ ছন্দে হার্দিক

আইপিএল থেকেই দারুণ ছন্দে রয়েছেন ভারতের এই অলরাউন্ডার। পিঠের চোটের জন্য দীর্ঘদিন বল করতে না পারলেও আইপিএল-এ নিজের জাত চিনিয়ে দিয়েছেন গুজরাত টাইটান্স (Gujarat Titans) অধিনায়ক। প্রথমবার আইপিএল (IPL 2022) খেলতে নেমে গুজরাতকে ট্রফি জিতিয়েছেন তিনি। এর ফলে দলে নেতা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে। ব্যাটে বলে ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় দলে তাঁর জায়গা পাকা করেছে। অল রাউন্ডার হওয়ায় হার্দিক কিছুটা সুবিধা পেয়েছেন তা অস্বীকার করার জায়গা নেই। তবে যে ভাবে তিনি বিপর্যয় কাটিয়ে ফের ফিট হয়েছেন তা লোকেশ রাহুলের কাছে আদর্শ হতে পারে।

হার্দিক পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া

আরও পড়ুন:শহরে কনস্ট্যান্টাইন, ইমামি ইস্টবেঙ্গলের প্র্যাক্টিস শুরু কবে? 

এশিয়া কাপেও দায়িত্বে থাকতে পারেন হার্দিক 

Advertisement

আইপিএল শেষ হওয়ার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে ভারত। সেই সিরিজেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন রাহুল। ঋষভ পন্তকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হয়েছিল পান্ডিয়াকে। এই সিরিজে ছিলেন না রোহিত শর্মাও। এরপর ভারতের ইংল্যান্ড সফরের মাঝেই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের ক্যাপ্টেন করা হয় হার্দিককে। দুই ম্যাচের এই সিরিজের পর ইংল্যান্ড সফরে বিশ্রামে ছিলেন ভারতের এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরে এসে সহ অধিনায়কের দায়িত্ব পান তিনি। আসন্ন এশিয়া কাপেও যদি এই দায়িত্বে হার্দিক থেকে যান তবে বুঝতে হবে রাহুলের জায়গায় সহ অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপে দলে থাকবেন হার্দিকই।             

Advertisement