ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) নিজের গতি দিয়ে সবাইকে চমকে দেওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ওমরান মালিক আবারও শিরোনামে। সোমবার গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ম্যাচে আবারও আধিপত্য বিস্তার করল ওমরান মালিকের পেস। ম্যাচে তাঁর বলও সোজা চলে যায় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হেলমেটে।
ম্যাচে প্রথম বল করতে এসে ওমরান মালিক সোজা বাউন্সার দিয়ে শুরু করেন। বাউন্সারটি সরাসরি হার্দিক পান্ডিয়ার হেলমেটে চলে যায়, যা তাকে একটি বড় ধাক্কা দেয়। হার্দিকের হেলমেটে বল লাগতেই সঙ্গে সঙ্গে ড্রেসিংরুম থেকে ছুটে আসেন ফিজিও।
এখন নিয়ম হয়ে গিয়েছে যে কোনো বল যদি কোনো ব্যাটসম্যানের হেলমেটে লেগে যায়, তাহলে ফিজিও অবশ্যই তাঁর একটি ছোট পরীক্ষা নেন। যাতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানকে চিকিৎসা দেওয়া যায়।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে যখন এটি ঘটেছিল, তখন তাঁর স্ত্রী নাতাশাও মাঠে উপস্থিত ছিলেন। নাতাশা অবাক হয়ে মাঠের দিকে তাকিয়ে স্বামীর অবস্থা পরীক্ষা করতে থাকেন। যদিও, হার্দিক পান্ডিয়া কয়েক মিনিট পরে ফিট হয়েছিলেন এবং একটানা ব্যাটিং করেন। ৪২ বলে ৫০ রান করে দলের রান ১৬২তে পৌঁছে দিতে সাহায্য করেন।
আরও পড়ুন: অসাধারণ ক্যাচ নিয়ে গিলকে ফেরালেন রাহুল ত্রিপাঠী, Viral Video
আরও পড়ুন: চিনে নিন IPL-এর 'রহস্যময়ী' অভিনেত্রীকে, ঝড়ের গতিতে হচ্ছে্ন VIRAL
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা জম্মু ও কাশ্মীরের ওমরান মালিক তার গতির জাদু ছড়িয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও, ওমরান মালিক ধারাবাহিকভাবে ১৪৫ কিলোমিটার-এর বেশি গতিতে বল করেছিলেন। তার দ্রুততম বলের গতি ছিল ১৫১-র বেশি।