IPL 2022: সর্বোচ্চ ছক্কার রেকর্ডের কাছেই হার্দিক, সামনে কে?

গুজরাট দলের নেতৃত্ব তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে, আর কেএল রাহুল লখনউ দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার সামনে ছক্কার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। এই রেকর্ড থেকে খুব বেশী দূরে নেই তিনি।

Advertisement
সর্বোচ্চ ছক্কার রেকর্ডের কাছেই হার্দিক, সামনে কে?হার্দিক পান্ডিয়া
হাইলাইটস
  • আইপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া
  • সোমবার আইপিএল-এ প্রথমবার নামছেন হার্দিকরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) মরশুমে, আজ (২৮ মার্চ) গুজরাট টাইটান্স (GT) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG) এর দল একে অপরের মুখোমুখি হবে। এই দুটি আইপিএল-এর নতুন দল একে অপরের মুখোমুখি হচ্ছে। 

গুজরাট দলের নেতৃত্ব তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে, আর কেএল রাহুল লখনউ দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন।  এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার সামনে ছক্কার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। এই রেকর্ড থেকে খুব বেশী দূরে নেই তিনি। 

২৬তম খেলোয়াড় হিসেবে ছক্কা হাঁকাবেন হার্দিক

হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত আইপিএলে ৯২টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ৯৮টি ছক্কা মেরেছেন। লখনউ দলের বিপক্ষে আরও দুটি ছক্কা দিলেই ছক্কার সেঞ্চুরি হয়ে যাবে তাঁর। এইভাবে, হার্দিক আইপিএলে ১০০ ছক্কা মেরে থাকা খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। 

আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ২৫ জন খেলোয়াড় ১০০ বা তার বেশি ছক্কা মেরেছেন। এর মধ্যে ১৫ জন ভারতীয় রয়েছে।  হার্দিক ১৬তম ভারতীয় এবং সামগ্রিকভাবে ২৬তম ছক্কা হাঁকাবেন। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের (Chris Gayle)। ১৪২ ম্যাচে ৩৫৭টি ছক্কা মেরেছেন তিনি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রোহিত শর্মা, যিনি এখন পর্যন্ত ২১৪ ম্যাচে ২২৯টি ছক্কা মেরেছেন। 

আরও পড়ুন: IPL-এ প্রথম ম্যাচে হারলেও খোশ মেজাজে রোহিত, দেখুন ছবি

আরও পড়ুন: RCB-র ম্যাক্সওয়েল এখন চেন্নাইয়ের জামাই, বিয়েতে শুভেচ্ছা CSK-র

হার্দিকেরও সুযোগ আছে সেঞ্চুরি করার

হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত আইপিএলে ৯২টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ১৪৭৬ রান করেছেন। এ সময় তিনি মারেন ৪টি হাফসেঞ্চুরি। হার্দিক এখন পর্যন্ত আইপিএলে ৯৭টি চার মেরেছেন। এমন পরিস্থিতিতে চারের সেঞ্চুরি পূর্ণ করার সুযোগ রয়েছে তাঁর। তিনি মাত্র তিন বাউন্ডারি দূরে। হার্দিককে গত মরশুম পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গেছে। এবার তাকে মুম্বাই ধরে রাখেনি, তাই আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি তাঁকে ১৫ কোটি টাকায় সই করে এবং তাকে দলের অধিনায়ক করে। আইপিএলে এটি হার্দিকের দ্বিতীয় দল। 

Advertisement

 

 

POST A COMMENT
Advertisement