Harmanpreet Kaur : হরমনপ্রীত একাই ১৪৩, ইংরেজদের বিরুদ্ধে গড়লেন নয়া নজির

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন হরমনপ্রীত কৌর। ক্যান্টারবেরিতে হরমন দেখালেন ক্যাপ্টেনস নক কাকে বলে। মাত্র ১১১ বল খেলে তুললেন ১৪৩ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে, ১৮টি চার এবং ৪টি ছয়ে।

Advertisement
হরমনপ্রীত একাই ১৪৩, ইংরেজদের বিরুদ্ধে গড়লেন নয়া নজির ফাইল ছবি
হাইলাইটস
  • ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন হরমনপ্রীত কৌর
  • মাত্র ১১১ বল খেলে তুললেন ১৪৩ রান

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন হরমনপ্রীত কৌর। ক্যান্টারবেরিতে হরমন দেখালেন ক্যাপ্টেনস নক কাকে বলে। মাত্র ১১১ বল খেলে তুললেন ১৪৩ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে, ১৮টি চার এবং ৪টি ছয়ে। 

ব্যক্তিগত রানের জেরে নিজেরই রেকর্ড ভেঙেছেন এই তারকা। নয় বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ১০৭ রান করেছিলেন তিনি। ২০১৩ সালের সেই রেকর্ডটি গড়েছিলেন বিশ্বকাপে। ছিলেন নট আউটও। আবার হরমনপ্রীতের ইনিংসে ভর করে আন্তর্জাতিক ক্রিকেটেও ভারত গড়ে ফেলেছে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরও।

আরও পড়ুন : স্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, বুমরাকে কবে খেলাবে টিম ইন্ডিয়া?

যদিও এদিন ভারতের মেয়েরা ব্যাট হাতে ভালো শুরু করতে পারেনি। যশতিকা ভাটিয়া ২৬ রান করে প্যাভলিয়নে ফিরতেই মাঠে নামের হরমনপ্রীত। নেমেই ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। ওপেনার স্মৃতি মন্ধানার সঙ্গে যোগ্য সঙ্গত দেন। তাঁরা ৩৩ রানের পার্টনারশিপ গড়েন।   
মন্ধানা আউট হওয়ার পর ব্যাট করতে নামেন হারলিন দেওল। তাঁর সঙ্গে মিলে চতুর্থ উইকেটে ১১৩ রান তোলেন। 

তবে হরমনপ্রীতের ব্যাটে সাইক্লোন ওঠে ডেথ ওভারে। মাত্র ৩ ওভারে ৬২ রান তোলে ভারতীয় দল। শেষ দিকে পূজা ভস্ট্রকার ১৬ বলে ১৮ এবং দীপ্তি শর্মা ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। ভারত তাদের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান করতে সমর্থ হয়। 

মহিলাদের এক দিনের ক্রিকেটে ভারতীয়দের সর্বোচ্চ রানের ইনিংস রয়েছে দীপ্তি শর্মার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে  ১৮৮ রান করেছিলেন তিনি। হরমনের এই ইনিংস রয়েছে মহিলাদের এক দিনের ক্রিকেটে ষষ্ঠ স্থানে।
 

 

POST A COMMENT
Advertisement