scorecardresearch
 

Mohammed Shami Hasin Jahan: খোরপোশের পরিমাণে খুশি নন হাসিন, শামির বিরুদ্ধে ফের মামলার তোড়জোড়

মামলা জিতেছেন। তবুও খুশি নন হাসিন জাহান (Hasin Jahan)। আরও বেশি টাকা মহম্মদ শামির (Mohammed Shami) থেকে তাঁর প্রাপ্য ছিল। এমনটাই মনে করেন মডেল অভিনেত্রী হাসিন জাহান। আর তার জন্যই উচ্চতর আদালতে আপিল করতে চাইছেন ভারতের ফাস্ট বোলারের স্ত্রী। বিবাহ বিচ্ছেদ মামলায় সোমবার আলিপুর আদালত রায় দিয়েছে। তবে সেই রায়কেও চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন হাসিন।

Advertisement
হাসিন জাহান হাসিন জাহান
হাইলাইটস
  • শামির বিরুদ্ধে উচ্চতর আদালতে মামলা করতে পারেন তিনি
  • ফের আদালতে মামলা করবেন হাসিন

মামলা জিতেছেন। তবুও খুশি নন হাসিন জাহান (Hasin Jahan)। আরও বেশি টাকা মহম্মদ শামির (Mohammed Shami) থেকে তাঁর প্রাপ্য ছিল। এমনটাই মনে করেন মডেল অভিনেত্রী হাসিন জাহান। আর তার জন্যই উচ্চতর আদালতে আপিল করতে চাইছেন ভারতের ফাস্ট বোলারের স্ত্রী। বিবাহ বিচ্ছেদ মামলায় সোমবার আলিপুর আদালত রায় দিয়েছে। তবে সেই রায়কেও চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন হাসিন।

bangla.aajtak.in-কে হাসিন বলেন, 'আমার কোনও রোজগার নেই। মেয়েকে মানুষ করা, নিজের খরচ সবমিলিয়ে অনেক টাকার ধাক্কা। এই টাকায় চলে না কি? আমি উচ্চতর আদালতের কাছে আপিল করব।' ২০১৮ সালে শামির কাছ থেকে খোরপোশ হিসেবে সাত লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও ৩ লক্ষ টাকা চেয়েছিলেন হাসিন। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ফলে এতদিন ভারতের ফাস্ট বোলারকে কোনও খোরপোশ দিতে হত না।

আরও পড়ুন: লড়াই জিতলেন হাসিন, শামিকে বড় অঙ্কের খোরপোশ দেওয়ার নির্দেশ কোর্টের

এরপর ফের আদালতে আবেদন করেন মডেল-অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন লড়াই চালানোর পরে অবশেষে জয় পেলেন হাসিন। আলিপুর আদালতের দেওয়া নির্দেশে বলা হয়েছে, 'খোরপোশ বাবদ ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। পাশাপাশি মেয়ের জন্য আরও ৫০ হাজার টাকা দিতে হবে তাঁকে। মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে শামিকে।

আরও পড়ুন: মহিলাদের IPL-এর দল নিয়ে ব্যবসায়ীদের দড়ি টানাটানি, ৪ হাজার কোটি আয় করবে BCCI?

আদালতে দাঁড়িয়ে হাসিনের আইনজীবী জানান, শামি এক বছরে অন্তত সাত কোটি ১৯ লক্ষ টাকা রোজগার করেন। অন্যদিকে হাসিনের আয় সে তুলনয়ায় অনেকটাই কম। জীবনযাত্রার মান ধরে রাখা এবং মেয়ের পড়াশুনোর খরচও রয়েছে। তাই মোটা টাকা খোরপোশ দেওয়া উচিত শামির। সেই মামলা শুনে এদিন এমন রায় দিল আলিপুর আদালত। 

Advertisement

মামলায় জিতে খুশি হাসিন। bangla.aajtak.in-কে ফোনে বলেন, 'পাঁচ বছর ধরে মামলা লড়েছি। প্রথমে খোরপোশ না পেলেও পরে তা আদালত দিয়েছেন। এতে আমি খুশি। তবে টাকার পরিমান আরও বাড়তে পারত। আসলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে। আমার আয় সেক্ষেত্রে অনেকটাই কম। তাই আবেদন করেছিলাম।' যদিও এই মামলার ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি শামি।  

Advertisement