scorecardresearch
 

Women IPL: মহিলাদের IPL-এর দল নিয়ে ব্যবসায়ীদের দড়ি টানাটানি, ৪ হাজার কোটি আয় করবে BCCI?

বুধবার মহিলাদের আইপিএল-এর (IPL) দল কেনার জন্য নিলাম অনুষ্ঠিত হবে। এখান থেকে বোর্ড ৪,০০০ কোটি টাকা রোজগার করতে পারে বলে মনে করা হচ্ছে। এবারেই প্রথম মহিলাদের আইপিএল (WIPL) অনুষ্ঠিত হবে। ভারতের বিভিন্ন বড় কোম্পানি এই দল কেনার জন্য বিড করতে চলেছে। প্রথমবার মহিলাদের আইপিএল-এ পাঁচটি দল অংশ নেবে। 

Advertisement
জয় শাহ জয় শাহ
হাইলাইটস
  • প্রচুর টাকা আয় করতে চলেছে বিসিসিআই
  • ৫টি দল খেলবে মহিলাদের আইপিএল-এ

বুধবার মহিলাদের আইপিএল-এর (IPL) দল কেনার জন্য নিলাম অনুষ্ঠিত হবে। এখান থেকে বোর্ড ৪,০০০ কোটি টাকা রোজগার করতে পারে বলে মনে করা হচ্ছে। এবারেই প্রথম মহিলাদের আইপিএল (WIPL) অনুষ্ঠিত হবে। ভারতের বিভিন্ন বড় কোম্পানি এই দল কেনার জন্য বিড করতে চলেছে। প্রথমবার মহিলাদের আইপিএল-এ পাঁচটি দল অংশ নেবে। 

প্রতিটি দলই কমপক্ষে ৫০০ থেকে ৬০০ কোটি টাকায় বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে ছেলেদের আইপিএল-এ কাজ করা এক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআই-কে তাঁর এই অনুমানের কথা জানিয়েছেন। পাঁচটি দল কেনার জন্য প্রায় ৩০টি কোম্পানি আবএদন জানিয়েছে। এই তালিকায় রয়েছে, আদানি গ্রুপ (Adani Group), টরেন্ট গ্রুপ, হলদিরাম প্রভুজি (Haldiram), ক্যাপ্রি গ্লোবাল, কোটাক (Kodak) এবং আদিত্য বিড়লার (Aditya Birla) মত কোম্পানিও। পাশাপাশি পুরুষদের আইপিএল-এ অংশ নেওয়া ১০টি কোম্পানিও এই নিলামে যোগ দেবে। ফলে লড়াই আরও জমে উঠবে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: মহিলাদের IPL-এ দল কিনতে জোর টক্কর, লড়াইয়ে হলদিরাম-আদানিও

আইপিএল দলগুলোর মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দল কেনার ব্যাপারে বেশি আগ্রহ দেখাতে পারে। বিশ্ব বিভিন্ন প্রান্তে দল রয়েছে এদের। বিশেষজ্ঞদের মতে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দল কেনার জন্য দুটি নীতির ভিত্তিতে তাদের দরপত্র তৈরি করে। তারা লাভের অঙ্ক যেমন দেখেন ঠিক একই ভাবে, আইপিএল-এর দল কিনতে পারা তাদের কাছে গর্বের। তাই সেই দিকটাও তারা বিবেচনা করেন। 

আরও পড়ুন: রাহুল-আথিয়ার বিয়েতে গেস্ট কারা? তারকা-খচিত তালিকা

বিডিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির একজন প্রাক্তন আধিকারিক বলেছেন, 'ধরুন একটি ফ্র্যাঞ্চাইজি পাঁচ বছরের জন্য ৫০০ কোটি টাকা বিড করে জিতল, তাহলে প্রতি বছর অন্তত ১০০ কোটি টাকা তাদের তুলতে হবে।"

Advertisement

ফ্র্যাঞ্চাইজির আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন, 'বিসিসিআই মিডিয়া স্বত্ব থেকে যা আয় হয় তা বণ্টন করে। যা দলগুলির আয়ের প্রধান উৎস। বিভিন্ন স্পন্সরশিপ থেকেও বড় অঙ্কের আয় হয় ফ্র্যাঞ্চেইজি গুলির। টিকিট বিক্রি থেকেও বিপুল মুনাফা পায় দলগুলি। মার্চে মুম্বইতে মহিলা ক্রিকেটারদের আইপিএল অনুষ্ঠিত হবে। 

TAGS:
Advertisement