আবার হার। বিশ্বের দরবারে আরও একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। আবারও ব্যর্থ হল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও ২০৯ রানে হারতে হল ভারতীয় দলকে। এবার দেখে নেওয়া যাক, ২০১৪ সালের পর থেকে ১৪বার আইসিসি-র ট্রফি খেলতে নেমে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া।
২০১৪ সালে আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইবালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল। এর ঠিক পরের বছরেই একদিনের বিশ্বকাপেও হারতে হয় ভারতীয় দলকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া। ব্যর্থতা পিছু ছাড়েনি এর পরেও। ২০১৬ সালে ফের টি২০ বিশ্বকাপে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ভারতীয় দল। সেমিফাইনালে হারতে হয় ভারতীয় দলকে। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হারে টিম ইন্ডিয়া। ২০১৯-এর বিশ্বকাপে সেমিফাইনালে হারে টিম ইন্ডিয়া। সেবার তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২০১৯-২১ মরশুমেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। সেখানেও হেরে যায় ভারতীয় দল। প্রতিপক্ষ ছিল সেই নিউজিল্যান্ড। গত বছরেও টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেও ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া। আর এবার আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হল ভারতীয় দলকে।
সাল | ফল |
২০১৩ | আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত |
২০১৪ | আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইবালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল |
২০১৫ | বিশ্বকাপের সেমিফাইবালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল |
২০১৬ | টি২০ বিশ্বকাপে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ভারতীয় দল |
২০১৭ | পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হারে টিম ইন্ডিয়া |
২০১৯ | বিশ্বকাপে সেমিফাইনালে হারে টিম ইন্ডিয়া। সেবার তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড |
২০১৯ | বিশ্বকাপে সেমিফাইনালে হারে টিম ইন্ডিয়া। সেবার তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড |
২০২২ | টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া |
২০২৩ | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারল ভারত |
আরও পড়ুন: টেস্টে বিশ্বচ্যাম্পিয়ান হতে পারল না ভারত, ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া
এই টেস্টের শুরু থেকেই কিছুটা সুবিধাজনক জায়গায় ছিল অস্ট্রেলিয়া দল। লড়াইয়ে সেভাবে আসতেই পারেনি ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৩৪ রানেই শেষ হয়ে যায় ভারতীয় দলের ইনিংস। ফলে ২০৯ রানে হারতে হয় রোহিত শর্মাদের।
আরও পড়ুন: 'ICC ডাকাত', গিলের বিতর্কিত আউট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া
এর পাশাপাশি দারুণ রেকর্ড গড়ে ফেললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আইসিসি-র সমস্ত ট্রফিই এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ট্রফি ক্যাবিনেটে। ১৯৮৭ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল অজিরা। এরপর ১৯৯৯ সালে ফের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ঠিক চার বছর পর ২০০৩ সালে ফের চ্যাম্পিয়ন হয় তারা। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৭ সালে ফের বিশ্বকাপ, ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ সালে বিশ্বকাপ জেতার পর ২০২১ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। আর এবার এল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবও।