WTC Final 2023: 'ICC ডাকাত', গিলের বিতর্কিত আউট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship 2023) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪৪ রান তাড়া করতে নেমে ৪১ রানের মাথায় আউট হন শুভমন গিল (Shubman Gill)। তবে এই উইকেট নিয়েই এবার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ফ্যানদের দাবি, আউট ছিলেন না ভারতীয় দলের (Team India) এই তরুণ ওপেনার। তবুও থার্ড আম্পায়ার (Third Umpire) আউটের সিদ্ধান্ত দিয়ে দেন।

Advertisement
'ICC ডাকাত', গিলের বিতর্কিত আউট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়াঅবাক রোহিত, আউট হলেন গিল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship 2023) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪৪ রান তাড়া করতে নেমে ৪১ রানের মাথায় আউট হন শুভমন গিল (Shubman Gill)। তবে এই উইকেট নিয়েই এবার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ফ্যানদের দাবি, আউট ছিলেন না ভারতীয় দলের (Team India) এই তরুণ ওপেনার। তবুও থার্ড আম্পায়ার (Third Umpire) আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। 
 

কীভাবে আউট হলেন গিল?
বড় রান তাড়া করতে নেমে দ্রুত রান করতে থাকেন শুভমন গিল ও রোহিত শর্মা জুটি। বেশ কয়েকটি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতীয় দলের এই ওপেনার। যদিও বোল্যান্ডের ওভারে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগে বল। স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন দারুণভাবে ঝুঁকে পড়ে বল ধরেন গ্রিন। যদিও রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরার সময়, বল তাঁর হাতের বাইরে চলে যায়। দেখা যায়, বল মাটিতে ঠেকে গিয়েছে। যদিও থার্ড আম্পায়ারও আউট দিয়ে দেন। এর জেরেই ক্ষোভে ফুঁসছেন ভারতীয় দলের সমর্থকরা।

আরও পড়ুন: 'বিরাট কোহলি চেজমাস্টার', WTC ফাইনালে ভারতের জেতার বিষয়ে আশাবাদী সৌরভ


 

কেন ভারতীয় ফ্যানরা খুশি নন?
ভারতীয় দলের ফ্যানদের দাবি, থার্ড আম্পায়ার বড্ড তাড়াতাড়ি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তাঁর হাতে অনেকটা সময় ছিল। বিভিন্নভাবে ক্যামেরার অন্য অ্যাঙ্গেল ব্যবহার করতেই পারতেন থার্ড আম্পায়ার। তবে তা তিনি করেননি। এর জেরেই ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার সমর্থকরা।
 

আরও পড়ুন: WTC ফাইনাল জিতে বিশ্বসেরা হবে টিম ইন্ডিয়া, নাকি ড্র ? জানুন

কী জানাল আইসিসি?
আইসিসি যদিও ঘটনার পরেই বিবৃতি দিয়ে থার্ড আম্পায়ারের পাশেই দাঁড়িয়েছে। ভিশব ক্রিকেটের নিয়ামক সংস্থার দাবি সমস্ত কিছু খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এখানে কোনও ভুল নেই। পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে মাঠে থাকা আম্পায়াররা কোনও সফট সিগন্যাল দেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই ক্রিকেটে কিছুটা বদল এসেছে। আম্পায়ারদের সফট সিগন্যাল দেওয়ার অধিকার নেই। সেই জন্যই সফট সিগন্যালের বিষয়টি পরিষ্কার করে দিল আইসিসি। গিলকে আউট দেওয়ার পরেই অবাক হয়ে যান রোহিত শর্মাও। অবাক ভারতীয় দলের সমর্থকরাও। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement