ICC Awards: ICC পুরস্কারে টিম ইন্ডিয়ার-ই জয়জয়কার, পাকিস্তানের কী হাল?

আইসিসি অ্যাওয়ার্ডস ২০২২-এ (ICC Awards 2022) ভারতের জয়জয়াকার। সোমবার এই মঞ্চে প্রথমবার আইসিসি মনোনিত টি২০ টিম অফ দ্য ইয়ারও (ICC Team Of The Year) ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জায়গা পেয়েছেন। আইসিসি-র এই দলে ভারতের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যার মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

Advertisement
ICC পুরস্কারে টিম ইন্ডিয়ার-ই জয়জয়কার, পাকিস্তানের কী হাল?বিরাট ও সূর্যকুমার
হাইলাইটস
  • মেয়েদের দলে বাংলার রিচা ঘোষ
  • দলে বিরাট-হারদিক-সূর্য

আইসিসি অ্যাওয়ার্ডস ২০২২-এ (ICC Awards 2022) ভারতের জয়জয়াকার। সোমবার এই মঞ্চে প্রথমবার আইসিসি মনোনিত টি২০ টিম অফ দ্য ইয়ারও (ICC Team Of The Year) ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জায়গা পেয়েছেন। আইসিসি-র এই দলে ভারতের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যার মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

সূর্যকুমার ছাড়াও বিরাট কোহলি (Virat Kohli) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই দলে রয়েছেন। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে জস বাটলারের হাতে। যার নেতৃত্বে গত বছরেই ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।

দলে ভারতের ৩ জন, পাকিস্তানের ২ জন, ইংল্যান্ডের ২ জন, নিউজিল্যান্ড,জিম্বাবোয়ে,শ্রীলঙ্কা,আয়ারল্যান্ডের একজন করে খেলোয়াড় দলে রয়েছেন। অর্থাৎ, আইসিসি অ্যাওয়ার্ডে শুধুমাত্র ভারতীয় দল দেখা গেছে, যেখানে দুই ব্যাটসম্যান এবং একজন অলরাউন্ডারকে জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: T20-র মতো ODI র‍্যাঙ্কিংয়েও ১ নম্বর হবে ভারত? যে ভাবে সম্ভব...

১. জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার) (ইংল্যান্ড)
২. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)
৩. বিরাট কোহলি (ভারত)
৪. সূর্যকুমার যাদব (ভারত)
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
৭. হার্দিক পান্ডিয়া (ভারত)
৮. স্যাম কুরান (ইংল্যান্ড)
৯. ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা)
১০. হারিস রউফ (পাকিস্তান)
১১. জশ লিটল (আয়ারল্যান্ড) 

২০২২ সালে টি২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। স্কাই ২০২২ সালে ৩১ টি-টোয়েন্টি ম্যাচে মোট ১১৬৪ রান করেন। তার মধ্যে দু'টি সেঞ্চুরিও ছিল। বিরাট কোহলিও এশিয়া কাপে সেঞ্চুরি করেছিলেন।

আরও পড়ুন: ICC-র বর্ষসেরা হওয়ার দৌড়ে সূর্যকুমার-স্মৃতিরা, লড়াইয়ে ভারতের ৫

পুরুষদের পাশপাশি ভারতের মহিলা দলের ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন আইসিসি-র মহিলাদের দলে। আইসিসির  বর্ষসেরা মহিলা দলে মোট ৪ জন ভারতীয় খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। যার মধ্যে রয়েছেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রেণুকা সিং এবং বাংলার রিচা ঘোষকে আইসিসি তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। 

Advertisement

২০২২ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক দল

১. স্মৃতি মান্ধানা (ভারত)
২. বেথ মুনি (অস্ট্রেলিয়া)
৩. সোফি ডিভাইন (অধিনায়ক, নিউজিল্যান্ড)
৪. অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া)
৫. তাহিলা ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
৬. নিদা দার (পাকিস্তান)
৭. দীপ্তি শর্মা (ভারত)
৮. রিচা ঘোষ (উইকেটরক্ষক, ভারত)
৯. সোফি একলেস্টোন (ইংল্যান্ড)
১০. ইনোকা রানাবীরা (শ্রীলঙ্কা)
১১. রেণুকা সিং (ভারত) 

POST A COMMENT
Advertisement