পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রাইফ এবং শহিবজাদা ফারহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ICC-এর। এই দুই জনকেই ভুল সেলিব্রেশনের জন্য শাস্তির মুখে পড়তে হল। যতদূর খবর, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে হ্যারিসের ৩০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। অপরদিকে ফারহানকে ভর্ৎসনা করে আইসিসি।
প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট করার সময় 'গান সেলিব্রেশন' করেন শাহিবজাদা ফারহান।
অপরদিকে মাঠে ভারতীয় ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে যান হ্যারিস। এমনকী তিনি অভিষেককে করেন কটূক্তি। শুধু তাই নয়, বাউন্ডারির ধারে ফিল্ডিং করার সময় হাত দিয়ে ভারতের যুদ্ধবিমান ভেঙে পড়ার ইঙ্গিতও করেন তিনি।
আর এই দুই সেলিব্রেশন নিয়ে ক্ষুদ্ধ ছিল ভারতীয় দর্শকরা। এমনকী রেগে আগুন হয়ে গিয়েছিল ইন্ডিয়ান ড্রেসিং রুম। যদিও আজ এতদিন পর সেই ঘটনার জন্য দুই পাক ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। যার পর ভারতীয় সমর্থকদের মধ্যে কিছুটা হলেও ঠান্ডা বাতাস বয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এ দিন আইসিসি-এর ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তানের এই দুই খেলোয়াড়কে ডেকেছিলেন হেয়ারিংয়ের জন্য। তাঁরা নিজেদের বক্তব্য লিখে দেন। এই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান দলের ম্যানেজার নবীন আক্রম চিমা। আর সেই শুনানির পরই আইসিসি এই সিদ্ধান্ত নেয়।
অভিযোগ জানিয়েছিল BCCI
আগেই বলেছি পাকিস্তানের দুই খেলোয়াড়ের আচরণে বেজায় চটেছিল ভারতীয় দল। যার ফলে বিসিসিআই-এর পক্ষ থেকে হ্যারিস রাইফ এবং শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ তাঁদের ডেকেছিল ম্যাচ রেফারি। যার পর এমন সিদ্ধান্ত নেওয়া হল।
পিটিআই সূত্রে খবর, শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রাইফ নিজেদের দোষ মানতে চাননি। বিশেষত, শাহিবজাদা বলেন, বিরাট কোহলি এবং এমএস ধোনিও আগে এমন গান সেলিব্রেশন করেছে। যদিও তাঁদের আবেদন গ্রাহ্য করেনি আইসিসি। উল্টে তাঁদের শাস্তি দেওয়া হয়।
সামনেই ফাইনাল
এই শাস্তির আবহেই এশিয়া কাপ ফাইনালে নামতে চলেছে ভারত-পাকিস্তান। যদিও সব বিশেষজ্ঞই ওই দিনের ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন। কারণ, ধারেভারে পাকিস্তান ভারতের ধারেকাছেও নেই। ১০ বার খেলা হলে ১০ বারই পাকিস্তান হেরে যাবে বলে মনে করছেন তাঁরা। তাই ফাইনালে ভারত যে অনেকটা এগিয়ে খেলতে নামবে, এ কথা বলাই বাহুল্য!