
বুধবার টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) বাংলাদেশের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সুপার-১২-এর চতুর্থ ম্যাচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর সেমিফাইনালের রাস্তা নিশ্চিত করতে চাইছে টিম ইন্ডিয়া (Team India)। তবে এই ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি খারাপ আবহাওয়া ব্যাঘাত ঘটাতে পারে, কারণ মঙ্গলবার এখানে বৃষ্টি হচ্ছে, যা সমস্যা তৈরি করতে পারে।
বুধবার ভারতীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ। মঙ্গলবার একটানা বৃষ্টি হচ্ছে সেখানে, তবে বুধবার আবহাওয়া পরিষ্কার হতে পারে। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় যে ধরনের পরিবেশ, তাতে বৃষ্টি থামা কঠিন বলেই মনে হচ্ছে। আমরা যদি বুধবারের পূর্বাভাস দেখি, বৃষ্টির সম্ভাবনা প্রায় ২০ শতাংশ।
আরও পড়ুন: সব স্বপ্ন 'জলে', T20 বিশ্বকাপ থেকে বিদায় আফগানিস্তানের
Weather.Com অনুসারে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ২০ শতাংশ। সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। অ্যাডিলেডে, বুধবার তাপমাত্রা দিনের বেলা ১৬ ডিগ্রি এবং রাতে ১০ ডিগ্রির আশেপাশে থাকবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। যার কারণে পয়েন্ট টেবিলে অনেক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রার্থনা করবে, বৃষ্টির জন্য সেমিফাইনালের রাস্তা আটকে না যায়।
আরও পড়ুন: 'বাংলার সম্পদ,' CAB প্রেসিডেন্ট হয়েই ঋদ্ধিকে ফেরার বার্তা স্নেহাশিসের
বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলে কী হবে?
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ২টি জয় এবং ১টি ম্যাচ হেরে ৪ পয়েন্ট পেয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে গ্রুপ 2-এ দুই নম্বরে রয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচ ড্র হলে উভয় দলই পাবে ১ পয়েন্ট করে। ফলে ৪ ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়াবে ৫। ভারতের পাশাপাশি বাংলাদেশেরও একই অবস্থা। বৃষ্টি হলে তাদেরও ৪ ম্যাচে ৫ পয়েন্ট হবে। অর্থাৎ দুই দলই থাকবে একই জায়গায়।
তবে বাংলাদেশ জিতলে সমস্যায় পড়ে যাবে ভারতই। ভারতের পয়েন্ট থাকবে ৪ ম্যাচে ৫। বাংলাদেশ পৌঁছে যাবে ৭ পয়েন্টে।