ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগে। এবার ২০২৪-এর মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। এবারের টি২০ বিশ্বকাপ একেবারে আলাদা। অন্য ফরম্যাটে খেলা হবে। পাশাপাশি প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রে। খেলা হবে ওয়েস্ট ইন্ডিজেও।
কবে থেকে শুরু হতে পারে টি২০ বিশ্বকাপ
৪ জুন থেকে শুরু হতে পারে টি২০ বিশ্বকাপ। ২০২৪ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, খেলা হবে ওয়েস্ট ইন্ডিজেও। মোট ২০টি দল লড়াই করবে এবারের টি২০ বিশ্বকাপে। তাদেরকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দু'টি দল সুপার ৮ এর যোগ্যতা অর্জন করবে। এই দলগুলিকে আবারও দু'টি গ্রুপে ভাগ করা হবে। চারটি করে দল থাকবে এই দু'টি গ্রুপে। যেখান থেকে দু'টি দল সেমিফাইনাল খেলবে।
কারা যোগ্যতা অর্জন করবে?
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা আটটি দল এমনিতেই সুযোগ পাবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। এরপর ১৪ নভেম্বর অবধি র্যাঙ্কিং-এর ভিত্তিতে আরও দুই দল যোগ্যতা অর্জন করেছে। সেই দুই দল হোল আফগানিস্তান ও বাংলাদেশ। বাকি আটটি জায়গা নিয়ে লড়াই চালাচ্ছে বিভিন্ন মহাদেশের বেশ কয়েকটি দেশ। আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ থেকে ২টি দল, আমেরিকা এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি করে দল খেলার সুযোগ পাবে।
এখনও অবধি ইউরোপ থেকে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, এশিয়া থেকে নেপাল ও ওমান যোগ্যতা অর্জন করেছে। পাপুয়া নিউ গিনি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করেছে, আর কানাডা আমেরিকা থেকে যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকার দু'টি জায়গার মধ্যে, নামিবিয়া যোগ্যতা অর্জন করেছে। এরপর উগান্ডা এবং কেনিয়ার মধ্যে কোনও একটি দল সুযোগ পাবে টি২০ বিশ্বকাপ খেলার।